wapdoller4

online radio

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

[ Soft] Pc 2 MB’ র সফটওয়্যারই বলে দেবে আপনার পিসির কোন সফটওয়্যারটি ক্ষতিকারক !!!

প্রথমে আমার সালাম নেবেন।আশা করি
ভালো আছেন।
কারণ MyPostBD.Com এর সাথে থাকলে
সবাই ভালো থাকে।আর আপনাদের দোয়ায়
আমি ও ভালো আছি।তাই আজ নিয়ে এলাম
আপনাদের জন্য আরেক টা নতুন টিপস।আর
কথা বাড়াবো না কাজের কথায় আসি।
---
আমরা পিসি ব্যবহারকারীরা প্রায়ই
অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল দিতে
দিতে প্রিয় কম্পিউটারটি ভড়িয়ে ফেলি।
দেখতে মনে হয় আবর্জনায় উপচে পড়া
একটি ডাস্টবিন। আমি নিজের চোখে দেখা
অভিজ্ঞতাতেই আজকের টিউনটি লিখছি।
আপনারা আরও জানেন,
কম্পিউটার ফাস্ট বা কার্যক্ষম রাখার অন্যতম
একটি উপায় হল পিসিতে অপ্রয়োজনীয়
সফটওয়্যার আন-ইন্সটল করে দেওয়া। আমরা
আন- ইন্সটল করা সবাই জানি। কিন্তু আমার
আজকের বিষয় সফটওয়্যার আন-ইন্সটল করা
শেখানো না। কোন সফটওয়্যারটি আপনার
কম্পিউটারের জন্য ক্ষতিকর এবং কোন
সফটওয়্যারটি আন-ইন্সটল করা আপনার জন্য
জরুরী সেটি দেখিয়ে দেওয়া।
আজ আপনাদের সাথে শেয়ার করছি Should I
Remove It ? নামের একটি ছোট সফটওয়্যার
মাত্র ২ মেগাবাইট।
যা আপনাকে দেখিয়ে দিবে আপনার কোন
সফটওয়্যারটি আপনার পিসির জন্য ক্ষতিকর এবং
অপ্রয়োজনীয়। ভয় নেই! এটি আপনার
পিসির প্রয়োজনীয়সফটওয়্যারটি রিমুভ
করতে বলবেনা। কারণ, এটিই এর প্রধান গুণ।
এই সফটওয়্যারটি মূলত কাজ করে সারা বিশ্বের
ব্যবহারকারীদের দেয়া রিভিউ এবং বিভিন্ন
এন্টিভাইরাসের নির্দেশনার উপর। অর্থাৎ,
আপনার পিসিতে কোন সফটওয়্যার
অপ্রয়োজনীয় কিংবা ভাইরাস অ্যাফেক্টেড
হলে তাকে রিমুভ করার জন্য আপনাকে
জানাবে। আপনি চাইলে রিমুভ করতেও পারেন
আবার নাও করতে পারেন। আপনার পিসিতে
ব্যবহার হয়না অথচ ইন্সটল করা আছে এমন
সফটওয়্যারগুলো আন-ইন্সটল করতে সহায়তা
করবে এই কাজের সফটওয়্যার।
ডাউনলোড করার পর ইন্সটল দিন সফটওয়্যারটি
এবং ওপেন করুন।
তারপর আপনার পিসিতে ইন্সটল করা সকল
সফটওয়্যার এর তালিকা প্রদান করবে র্যাটিং সহ।
অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো
লাল রেটিং এ দেখাবে। অর্থা এই সফটওয়্যার
গুলো অপ্রয়োজনীয়
এবং ক্ষতিকারক।
যেগুলো আন- ইন্সটল বা রিমুভ করতে চান
তাঁর উপর ক্লিক করলেই দুটি বাটন পাবেন।
যথাঃ What is it? এবং
Uninstall বাটন
What is it? বাটন ক্লিক করলে সফটওয়্যারটি
সম্পর্কে যাবতীয় বিশ্লেষণাত্মক তথ্য
অনলাইনে পাবেন এবং
Uninstall বাটন ক্লিক করলে সফটওয়্যারটি পিসি
থেকে একেবারে রিমুভ করে দিতে
পারবেন।
সফটওয়্যারটি কেমন লাগলো অবশ্যই
জানাবেন।
ধন্যবাদ।
আল্লাহ হাফেজ
আল্লাহ হাফেজ
ভালো থাকুন সুস্থ থাকুন।আর নতুন কিছু
পেতে আমাদের সাথেই থাকবেন।ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন