হাঁ, বন্ধুরা এইটা এখন একদম এ সম্ভব! আপনি চাইলে এখন আপনার যেকোনো Android অ্যাপস এবং গেমস গুগল ক্রোম দিয়েই রান করাতে পারেন। এইটা bluestacks, andy অথবা যেকোনো অ্যাপ প্লেয়ার থেকে নিঃসন্দেহ ভালো। কেননা এটা আপনার সিস্টেম কে স্লো করবেনা। এবং এটি অনেক লাইট। তো যাই হোক কাজে নেমে পরা যাক, কি বলেন?
* চলুন কাজ গুলো ধাপে ধাপে দেখে নেয়ঃ
১।হাঁ, আপনার পিসি তে অবশই গুগল ক্রোম ইন্সটল করা থাকতে হবে।
২। ইন্সটল করা থাকলে বা হয়ে গেলে এইবার একটি এক্সটেন্সান এড করতে হবে যার নাম ARC Welder।
৩। এইবার একটু দেরি করেন... কারণ এই এক্সটেন্সানটি মুটামুটি বড়ো, প্রায় ১০০ এমবি এর মতো।
৪। ইন্সটল হয়ে গেলে "chrome://apps/" এইখানে পাবেন এই এক্সটেন্সানটি রান করার জন্য। এটি গুগল ক্রোম এর অ্যাপস লাঞ্চার পেজ।
৫। এইবার ওপেন করুন বেটারে! ওপেন করলেয় আপনার কাছে সিস্টেম ডিরেক্টরি চাইবে। নিচের ছবিটি দেখুন,
আমি ডকুমেন্ট ফোল্ডার দেখিয়ে দিয়েছি।
৬। এরপর আপনাকে এপিকে ফাইল এড করতে বলা হবে। APK কি? APK হইল Android পাকেজ ফাইল। এইবার যে অ্যাপ টি আপনি রান করাইতে চান তা দেখিয়ে দিন। নিচের ছবিটি দেখুনঃ
৭। এইবার সুধুমাত্র Launch App এ ক্লিক করেন। ব্যাস, আপনার অ্যাপ টি দ্রুত রান হয়ে যাবে। আপনার পিসি এর দক্ষতার কোন ত্রুটি না ঘটিয়ে।
কিছু অসুবিধাঃ
এর কিছু অসুবিধার সাম্নাসাম্নি হতে পারে আপনাকে। এই এক্সটেন্সানটি বর্তমানে বেটা ভার্সন এ আছে, তাই একাধিক বার ক্রাশ করতে পারে। তাছাড়া আপনি এক বারে একটি মাত্র অ্যাপ এ ওপেণ করতে পাড়বেন। নতুন অ্যাপ রান করতে ছবিটি দেখুনঃ
গো ব্যাক করতে হবে এবং নতুন APK দেখিয়ে দিতে হবে। এতে হাল্কা কিছু অসুবিধা থাকলেও bluestacks, andy অথবা যেকোনো অ্যাপ প্লেয়ার থেকে অনেক ভাল এবং ফাস্ট। আবারও বলছি এটি আপনার সিস্টেম কে একটু অ স্লও করবে না।
apk ফাইল কোথাই পাবোঃ
অন লাইন থেকে খুব সহজেই APK ফাইল ডাউনলোড করা যায়। প্রথমে চলে যান গুগল প্লে তে। এইবার আপনার পছন্দের অ্যাপ বা গেম সার্চ করুন। পছন্দের অ্যাপ বা গেম খুজে পেলে তাতে ক্লিক করুন।
এইবার আপপ্স টির প্যাকেজ নেম হাইলাইট করে কপি করে নিন।
কপি করা হয়ে গেলে http://apk-dl.com/ এ যান। এবং কপি করা প্যাকেজ নেমটি পেস্ট করে দিন। এইবার সার্চ আইকন এ ক্লিক করলেই আপসটির Apk ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ব্যাস সেভ করে নিন।
আশা করি আজকের টিউনটি ভাল লাগবে আপনাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন