wapdoller4

online radio

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

ছোট্ট একটি গণিত ম্যাজিক!!!

আজ আপনাদের জন্য রয়েছে একটি ছোট্ট গণিতের ম্যাজিক । ম্যাজিক টি হল আপনি মনে মনে তিনটি এক অংকের সংখ্যা ধরবেন আমি সেটা বলে দিব । কিভাবে ? তাহলে নীচের মত কাজ করুন -
  • প্রথমে এক অংক বিশিষ্ট তিনটি সংখ্যা (শূণ্য না হলেই ভাল) মনে মনে ধরুণ ।
  • এবার প্রথম সংখ্যাটিকে ২ দ্বারা গুণ করুন ।
  • গুণফলের সাথে ৫ যোগ করুন ।
  • তারপর প্রাপ্ত যোগফলকে ৫ দ্বারা গুণ করুন ।
  • প্রাপ্ত গুণফলের সাথে দ্বিতীয় সংখ্যাটি যোগ করুন ।
  • এই যোগফলকে ১০ দ্বারা গুণ করণ ।
  • প্রাপ্ত গুণফলের সাথে তৃতীয় সংখ্যাটি যোগ করুন ।
  • যে ফল পেলেন তা থেকে ২৫০ বিয়োগ করলে যে তিন অংক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে তাই হবে সিলেক্ট করা তিনটি সংখ্যা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন