wapdoller4

online radio

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য যে বিষয় গুলি জানা খুবি প্রয়োজন

আমরা অনেকেই আছি তারাহুরা কোরে না বুঝে কম্পিউটার ক্রয়কোরি তারপর দেখি বিক্রেতার কথার সাথে আর ওই ক্রয়কিত কম্পিউটারের কনফিগার-এর কোন মিল নাই। আমি আপনাদের কে সাংখেপে কিছু চিত্রের দ্বারা দেখিয়ে দিলাম কি ভাবে একটি কম্পিউটারের মডেল, প্রসেসর, র‌্যাম, হর্ড ডিস্ক, গ্রফিক্স কার্ড তথ্য দেখবেন।
প্রথমে আমরা প্রসেসর ও র‌্যাম এবং অপারেটিং সিস্টেম বিটরেট দেখব।
My Computer এ Right click করেন তারপর Properties এ গিয়ে Left click করেন।
এখানে আপনি প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম বিটরেট দেখতে পাবেন।
এখন আমরা কম্পিউটারের হার্ড ডিস্ক এর জায়গা কি ভাবে দখেতে হয় তা দেখব।
প্রথমে My Computer এ Right click করেন... তারপর  Manage গিয়ে Left click করেন।
তারপর Disk Management এ double  click করেন।


এখানে Disk 0 Basic 698.64 GB দেখা যাচ্ছে.. অর্থাত এটাই হল Hard Disk Properties


এখন আমরা System Information দেখব।
Run এ গিয়ে লিখতে হবে dxdiag তারপর Ok
YES Click করুন


এটাই হল System Information


এখন আমরা দেখব কি ভাবে কম্পিউটারের Generation দেখতে হয়।
প্রথমে My Computer এ Right click করেন... তারপর Manage গিয়ে  Left click করেন।

তারপর System Device গিয়ে double  click করেন।


বাস... আজ এ পর্যন্ত শেষ
সবায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্তাশায় আমি বিদায় নিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন