আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা জিনিস নিয়ে বসলাম। আশা করি সবার ভালো লাগবে। আমরা সবাই কম্পিউটার এ কাজ করলে একটু পর পর কম্পিউটার রিফ্রেশ করি। আসলে বলা যায় এটা একটা অভ্যাস এ পরিনত হয়ে গেছে। কিন্তু আপনি ইচ্ছা করলে ছোট একটা কাজ করে এই খাটুনি থেকে মুক্তি পেতে পারেন। আপনি ইচ্ছা করলে এটা অটো করে দিতে পারেন তাহলে আপনাকে আর বার বার রিফ্রেশ করতে হবে না। আপনার পিসি অটো রিফ্রেশ করবে। নিছের কমান্ড follow করুন কাজ হবে।
প্রথমে স্টার্ট মেনুতে গিয়া Run Option এ regedit লিখে এন্টার চাপুন
HKEY_LOCAL_MACH INE > SYSTEM >
CurrentControlS et > Control >Update এ
গিয়ে ডান পাশে লেখা দেখবেন
UpdateMode। এটাতে ডাবলক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন।
আরপর কম্পিউটার restart দিন। ব্যাস কাজ শেষ
প্রথমে স্টার্ট মেনুতে গিয়া Run Option এ regedit লিখে এন্টার চাপুন
HKEY_LOCAL_MACH INE > SYSTEM >
CurrentControlS et > Control >Update এ
গিয়ে ডান পাশে লেখা দেখবেন
UpdateMode। এটাতে ডাবলক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন।
আরপর কম্পিউটার restart দিন। ব্যাস কাজ শেষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন