আসসালামুআলাইকুম,আশাকরি সকলে ভাল আসেন,আমি ভাল আছি,
যাই হোক আজকে শুরু করার যাগ টিউনসটি টেকটিউনসে এটা আমার ২য় টিউন,ভুল হলে ক্ষমা করবেন বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। বর্তমানে স্মার্টফোনে কি করা যায় না সেই প্রশ্নই হয়ত করা যেতে পারে। নিত্য প্রয়োজনীয় সব কাজ অনাসায়ে করা যায়… -আপনারা মোবাইল ফোন সকল apps lock hack করতে পারবেন একটি App ব্যবহার করেই। বিশেষ করে যারা নতুন Android ব্যবহারকারী তাদের জন্য তো অবশ্যই দরকার আমাদের androied ফোনে file lock করার জন্য যে সকল apps ব্যেবহার করি আমি অনেক গুলোতে চেস্টা করে দেখেছি প্রায় সব গুলোতেই হয়।আমার অনেক কাজে এসেছে আপনাদের কার কতটুকু কাজে লাগবে আমি জানি না কাজে আসলে জানাবেন কিন্তু।
আপনাকে যা করতে হবে-
মনে করেন আপনি File Manazer lock করেছেন অথবা আপনার যেটা খুশি সেটাই করবেন-
# Satting এ যান
#Application Manager এ যান
#Es app lcker (আমি এটা দিয়ে দেখিয়েছি আপনি যে apps এর posward খুলবেন সেটা select করুন)
# Force Stop এ যান
# ok দিন
বেশ কাজ শেষ এখন আপনি যদি file manazer এ ঢুকে দেখুন আর pasward চাইবে না।
বুঝতে সমস্যা হলে এন্ড্র্য়েড এর যে কোনো apps lock কে খুলে ফেলুন ১ মিনিটে এখানে ভিডিও দেখতে পারেন
সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এর আগে এই বিশষে যদি কেউ টিউন করে থাকেন তাহলে ক্ষমা করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন