wapdoller4

online radio

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

অটোরান ভাইরাস পিসি থেকে ডিলিট করুন



আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অটোরান ভাইরাসের কারণে অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না বরং অটোরান মেনু আসে । এখন আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন ? অনেকেই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন ! কিন্তু মজার বিষয় হল এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও বেশিরভাগ সময় ই কাজ হয় না । নিচের নিয়মটি ফলো করুন আশা করি সমাধান হয়ে যাবে ।

নিচে দেয়া কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।

echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause

কাজ শেষ , এবার ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন , আশা করি অটোরান ভাইরাস আর সম্যসা করবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন