Windows 7 এর বাবহারকারীরা যারা windows genuine (The copy of Windows is not genuine ) সমস্যায় পড়েছেন অর্থাৎ Screen কালো হয়ে যাওয়া wallpaper পরিবর্তন করলে কিছুক্ষণ পর আবার কালো হয়ে যায় ।
তাদের অনেক সমস্যায় পড়তে হয় তখন আবার নতুন করে Windows ইন্সটল করা ছাড়া উপায় থাকে না । আর এ সময় serial key দিলেও কাজ হয় না । এ সমস্যায় আমি কিছুদিন আগে পরেছিলাম । আর খুজতে খুজতে একটি উপায় পেয়ে গেলাম । Windows 7 Loader নামে একটি সফটওয়্যার পেলাম যা দ্বারা খুব সহজে আপনি DELL,ACCER,SAMSUNG,TOSHIBA আরও অনেক ল্যাপটপ এর ইউনিক সিরিয়াল কী সার্টিফিকেটসহ আপনার PC Registration করতে পারবেন ।
এজন্য সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করুন , এবং নিচের দিকে Advance option দেখবেন এখানে Select করে ডানপাশের থেকে যে ল্যাপটপ এর সিরিয়াল ও সার্টিফিকেট চান সেটি সিলেক্ট করে ইন্সটল করে Restart করুন এবং দেখুন আপনার PC Registration হয়ে গেছে । আশা করি আপনাদের কাজে লাগবে । নিচের লিংক এ ঢুকে password দিয়ে সফটওয়্যার টি ডাউনলোড করুন ।
http://www.mediafire.com/?mjamii9ftiffsmc
password : jpiblog
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন