১। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র >>>> চিলি।
২। যে দেশের অন্যদেশের সাথে সবচেয়ে বেশি সীমান্ত আছে >>>> চীন।
৩। ফিলিপাইনের মুদ্রার নাম >>>> পেসো।
৪। হিরোশিমা দিবস >>>> ৬ আগস্ট।
৫। টয়লেট দিবস >>>> ১৯ নভেম্বর।
৬। রেড ইন্ডিয়ান উপজাতি যে দেশের >>>> যুক্তরাষ্ট্র।
৭। জুলু উপজাতি >>>> দক্ষিন আফ্রিকার।
৮। ইউরোপের ক্রীড়াঙ্গন>>>> সুইজারল্যান্ড।
৯। সাত পাহাড়ের শহর >>>> রোম।
১০। পোপের শহর>>>> রোম
১১। নীরব শহর >>> রোম।
১২।চির শান্তির শহর >>> রোম
১৩। কাঙ্গারুর দেশ >>> অস্ট্রেলিয়া।
১৪। ইউরোপের বুট >>> ইটালি
১৫। সোনালি আঁশের দেশ >>> বাংলাদেশ।
১৬। বজ্রপাতের দেশ >>> ভুটান।
১৭। সাদা শহর >>> বেলগ্রেড।
১৮। দ্বীপের মহাদেশ >>> ওশেনিয়া।
১৯। পবিত্র ভূমি >>> জেরুজালেম।
২০। পবিত্র দেশ >>> ফিলিস্তিন।
২১। জাঁকজমকের নগরী >>> নিউইয়র্ক।
২২। শ্বেতাঙ্গদের কবরস্তান >>> গিনিকোস্ট।
২৩। চির সবুজের দেশ >>> নাটাল।
২৪। চির বসন্তের নগরী >>> কিটো।
২৫। দ্বীপের নগরী >>> ভেনিস।
২৬। বাংলার ভেনিস >>> বরিশাল।
২৭। হর্ন অফ আফ্রিকা >>> ইথিওপিয়া।
২৮। দক্ষিণের রাণী >>> সিডনি।
২৯। রূপার শহর >>> আলজিয়ারস।
৩০। হাজার হ্রদের দেশ >>> ফিনল্যান্ড।
৩১। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ >>> আফ্রিকা।
৩২। প্রাচীরের দেশ >>> চীন।
৩৩। আফ্রিকার কিং >>> ইথিওপিয়া।
৩৪। চীনের নীলনদ >>> ইয়াংসিকিয়াং।
৩৫। হলদে নদী >>> হোয়াংহো।
৩৬। সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার >>> ইউক্রেন।
৩৭। প্রাচ্যের ভেনিস >>> ব্যাংকক।
৩৮। পবিত্র পাহাড় >>> ফুজিয়ামা।
৩৯। সূর্যোদয়ের দেশ >>> জাপান।
৪০। ভূমিকম্পের দেশ >>> জাপান।
৪১। প্রাচ্যের গ্রেট ব্রিটেন >>> জাপান।
৪২। পৃথিবীর ছাদ >>> পামির মালভূমি।
৪৩। মুক্তার দ্বীপ >>> বাহরাইন।
৪৪। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার >>> জিব্রালটার।
৪৫। পান্নার দ্বীপ >>> আয়ারল্যান্ড।
৪৬। নিষিদ্ধ শহর >>> লাসা।
৪৭। হারকিইউলিসের স্থম্ভ >>> জিব্রালটার মালভূমি।
৪৮। মেডিটেরিয়নের দেশ >>> জিব্রালটার।
৪৯। পিরামিডের দেশ >>> মিসর।
৫০। নীলনদের দেশ >>> মিসর।
৫১। পাকিস্তানের প্রবেশদ্বার >>> করাচি।
৫২। পশুপালনের দেশ >>> তুর্কিস্তান।
৫৩। মসজিদের শহর >>> ঢাকা ও ইস্তানবুল।
৫৪। রিক্সার নগরী >>> ঢাকা।
৫৫। মন্দিরের শহর >>> বেনারস।
৫৬। মোটরগাড়ির শহর >>> ডেট্রয়েট শহর।
৫৭। শান্ত সকালের দেশ >>> কোরিয়া।
৫৮। ভারতের প্রবেশদ্বার >>> মুম্বাই।
৫৯। ব্রিটেন বাগান >>> কেন্ট।
৬০। মহীশুরের বাঘ >>> টিপু সুলতান।
৬১। ভাটির দেশ >>> বাংলাদেশ।
৬২। পৃথিবীর বদ্বীপ >>> বাংলাদেশ।
৬৩। মরুভূমির দেশ >>> আফ্রিকা।
৬৪। পঞ্চনদের দেশ >>> পাঞ্জাব।
৬৫। কানাডার প্রবেশদ্বার >>> সেন্ট-লরেন্স।
৬৬। ট্যাক্সির নগরী >>> মেক্সিকো।
৬৭। পানামা খাল খনন করা হয় >>> ১৯১৩ সালে।
৬৮। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় >>> ১৯৫৬ সালে।
৬৯। আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত >>> নায়াগ্রা।
৭০। বিশ্বের গভীরতম হ্রদ >>> বৈকাল।
৭১। NAM (ন্যাম) এর পূর্ণরূপ >>> Non Aligned Movement.
৭২। OIC এর পূর্ণরূপ >>> Organization of Islamic Cooperation.
৭২। OIC এর সদর দপ্তর >>> জেদ্দা।
৭৩। আরবলীগ প্রতিষ্ঠিত হয় >>> ২২ মার্চ, ১৯৪৫।
৭৪। EU(European Union) প্রতিষ্ঠিত হয় >>> ১ নভেম্বর, ১৯৯৩।
৭৫। OPEC এর পূর্ণরূপ >>> Organization of Petroleum Exploring Countries.
৭৬। ন্যাটো(NATO) প্রতিষ্ঠিত হয় >>> ১৯৪৯ সালে।
৭৭। ইতিহাসের জনক >>> হেরোডেটাস।
৭৮। গৌতম বুদ্ধ যে গ্রামে জন্মগ্রহণ করেন >>> লুম্বিনী(নেপাল)।
৭৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন >>> জোসেফ স্ট্যালিন।
৮০। নোবেল পুরস্কারের প্রবর্তক >>> আলফ্রেড নোবেল।
৮১। অস্কার পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হয় >>> ১৯২৯ সালে।
৮২। প্রথম অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র >>> উইংস।
৮৩। টাইটানিক মুভির পরিচালক >>> জেমস ক্যামেরুন।
৮৪। আজমীর অবস্থিত >>> ভারতের রাজস্থানে।
৮৫। বালি দ্বীপ অবস্থিত >>> ইন্দোনেশিয়ায়।
৮৬। তক্ষশীলা অবস্থিত >>> পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
৮৭। কুতুবমিনার অবস্থিত >>> ভারতের দিল্লীতে।
৮৮। ফিলিপাইনে অবস্থিত মুসলিম অধ্যুষিত দ্বীপ >>> মিন্দানাও।
৮৯।নেপাল সরকারের প্রধান কার্যালয় >>> সিংহ দরবার।
৯০। ট্রয় নগরী অবস্থিত >>> তুরস্কে।
৯১। অ্যাডামস পিক অবস্থিত >>> শ্রীলঙ্কায়।
৯২। মহেঞ্জোদারো অবস্থিত >>> পাকিস্তানের সিন্ধু প্রদেশে।
৯২। আকিয়াব যে দেশের সমুদ্রবন্দর >>> মায়ানমারের।
৯৩। কান্দাহার যে দেশের শহর >>> আফগানিস্তান।
৯৪। স্বর্ণমন্দির অবস্থিত >>> ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে।
৯৫। ব্যাবিলন যে নদীর তীরে অবস্থিত >>> ইউফ্রেতিস।
৯৬। গ্রীনিচ অবস্থিত >>> ইংল্যান্ড।
৯৭। ইংল্যান্ডের দক্ষিণ স্টেফোর্ডকে বলা হয় >>> ব্লাক কান্ট্রি।
৯৮। আলহামরা অবস্থিত >>> স্পেনে।
৯৯। ডাকার >>> সেনেগালের রাজধানী।
১০০। মন্টিভিডিও হল >>> উরুগুয়ের রাজধানী।
১০১। নাসা (NASA) অবস্থিত >>> যুক্তরাষ্ট্রে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন