সবাইকে শুভেচ্ছা ও সালাম। সবাই ভালো আছেন এটাই আশা করি। আজকে আবার একটা বিষয় নিয়ে লিখতে বসলাম। নাম দেখে হয়তো বুঝে গেছেন আজকের পোস্টের বিষয়। যাহোক কজের কোথায় আসি। আমরা পিসিতে কাজ করি তখন উইন্ডোজ অনেক page file তৈরি করে যা ভার্চুয়াল মেমোরি হিসাবে কাজ করে। এভাবে page file তৈরি হতে হতে এক সময় অনেক এমন ফাইল তৈরি হয় যা আপনার পিসির এর গতি অনেকাংশে কমিয়ে দেয়। কিন্তু আপনি চাইলে সামান্য একটু কাজ করে এটি ডিলিট করতে পারেন ফলে আপনার কম্পিউটার যখন বন্ধ করবেন তখন ঐ page file গুলো অটো ডিলিট হবে। তো কিভাবে এটা করতে হয় সুরু করা যাক।
এর জন্য প্রথমে আপনাকে আপনার পিসির কন্ট্রোল প্যানেল এ যেতে হবে।
এরপর Administrative tools নামে একটা অপশন আছে। ওইখানে ক্লিক করে নিছের পথ অনুসরন করুণ।
Administrative Tools >> LocalSecurity Policy >> Security Settings >> Local Policies >> Security Options
এবার ডান দিকে দেখুন Shutdown: Clear virtual memory page file নামে একটা লেখা আছে ওইখানে ডাবল ক্লিক করুণ। এরপর একটা উইন্ডো ওপেন হবে ওইখান থেকে Enable এ টিক দিয়ে বের হয়ে আসুন। ব্যাস কাজ ওকে।
এর জন্য প্রথমে আপনাকে আপনার পিসির কন্ট্রোল প্যানেল এ যেতে হবে।
এরপর Administrative tools নামে একটা অপশন আছে। ওইখানে ক্লিক করে নিছের পথ অনুসরন করুণ।
Administrative Tools >> LocalSecurity Policy >> Security Settings >> Local Policies >> Security Options
এবার ডান দিকে দেখুন Shutdown: Clear virtual memory page file নামে একটা লেখা আছে ওইখানে ডাবল ক্লিক করুণ। এরপর একটা উইন্ডো ওপেন হবে ওইখান থেকে Enable এ টিক দিয়ে বের হয়ে আসুন। ব্যাস কাজ ওকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন