যারা ছোটখাটো সাইজের হোষ্টিং ব্যবহার করেন তাদের জন্য এ লেখা। যারা আগে থেকেই জানেন কিংবা এ বিষয়ে পন্ডিত তাদের এই লেখা পড়ার দরকার নেই। যদি আপনি ছোটখাটো হোষ্টিং নিয়ে ব্লগিং করে থাকেন কিংবা ফ্রি হোষ্টিং ব্যবহার করেন অথবা ব্লগার ব্যবহার করেন, এই টিউন আপনার কাজে লাগবে। যে ছবিটি দিতে চান সেটি যে সাইটে আছে সেখানে গিয়ে ছবির লিংকটি কপি করুন। কিভাবে কপি করবেন? ছবির ওপরে রাইট বাটেন ক্লিক করে Copy Image Location এ ক্লিক করুন (মজিল ব্রাউজার)। ব্যাস ছবির লিংকটা কপি হয়ে গেলো। এবার যেখানে ছবি সংযুক্ত করতে চান সেখানে নিচের কােডে ছবির লিংক এ পেষ্ট করুন।<img src="ছবির লিংক">নির্দিষ্ট মাপের ছবি দিতে চাইলে সাইজ উল্লেখ করতে হবে। ধরুন লম্বা ৩৪০ পিক্সেল দিবেন। তাহলে নিচের কোড-<img width="340" src="ছবির লিংক">আপনি যদি লম্বা এবং উচ্চতা নির্দিষ্ট করে দিতে চান তাহলে নিচের কোড-<img width="340" height="340" src="ছবির লিংক">এভাবে আপনি আপনার নিজের মতকরে ছবির সাইজ পরিবর্তন করে দিতে পারবেন। এভাবে ছবি ছবি দিলে আপনার হোষ্টিং স্পেস কমবে না এবং আপনার সাইটের মিডিয়া ফোল্ডারে লোড হবে না। ফলে আপনি যতো খুশী ছবি নির্ভয়ে দিতে পারবেন।আপনি গুগলে চার্জ দিয়েও ছবি নিতে পারেন।মনেরাখবেন: যদি WordPress ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। খেয়াল করবেন WordPress এ Add New Post এ গেলে ২টি এডিটর পাওয়া যায়। Visual এডিটর এবং Text এডিটর। টাইপ প্যাডের ডানপাশে দুটোই একসাথে থাকে। আপনি ব্যবহার করবেন Text এডিটর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন