wapdoller4

online radio

বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

আমাদের জাতীয়বন সুন্দরবন সম্পর্কে জানুন ছোট্ট একটি এন্ড্রয়েড এপপ্স দ্বারা (সাইজঃ ১.৪ এমবি)

সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন   ঐন্দ্রজালিক এই সৃষ্টি ঠিক যেন এর নামের মতই সুন্দর। আমাদের জাতীয় বন সুন্দরবন সম্পর্কে আমরা কতটুকু জানি ? আমরা মুটামুটি সবাই এর সম্পর্কে অনেক কিছুই জানিনা। সুন্দরবনের ইতিহাস, নামকরণ, কি কি আছে এই বনে, প্রাণীদের সম্পর্কে, বনের সৌন্দর্য্য, কি কি পর্যটন এলাকা আছে, কিভাবে যেতে হবে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর পেতে ছোট সাইজের একটি এন্ড্রয়েড এপপ্স নিয়ে হাজির হয়েছি। সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই এপপ্সে। কি কি থাকছে নিচে বিস্তারিত ভাবে দেওয়া আছে।
এই এপপ্সটি থেকে আপনি খুব সহজেই সুন্দরবন থেকে সব জানা - অজানা তথ্য জানতে পারবেন। সুন্দরবনের সকল বিস্তারিত তথ্য নিয়ে এই এপপ্সটি তৈরি করা হয়েছে। আশা করি এপপ্সটি সবার উপকারে আসবে এবং ভালো লাগবে।
এপপ্স এর সাইজও বেশী না মাত্র ১.৫ অর্থাৎ দেড় এমবি। এপপ্সটির সাইজ ও বেশী না, থ্রিজির যুগে যা ডাউনলোড করে৩০ - ৪০ সেকেন্ডের বেশী লাগবেনা।
এপপ্সটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন " সুন্দরবন " (যাদের বাংলা লিখতে সমস্যা তারা এখান থেকে "সুন্দরবন " লেখাটি কপি করে নিয়ে সার্চ বক্সে পেষ্ট করে দিন) এবং সার্চ আইকনে ক্লিক দিন আর মূহূর্তেই এপপ্সটি চলে আসবে আপনার সামনে অথবাhttps://play.google.com/store/apps/details?id=sundarban.bd.ovi&hl=en এই লিঙ্কে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন