১. বিলোরুবিন কোথায় তৈরি হয়?
উ. যকৃৎ।
২. মানুষের দুধ দাঁত কয়টি থাকে?
উ. ২০টি।
৩. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
উ. ডলি।
৪. রক্তে যে উপাদানটি বেশি থাকা ভালো-
উ. হিমোগ্লোবিন।
৫. কোন সাবেক প্রধানমন্ত্রী রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?
উ. মার্গারেট থেচার।
৬. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে কে সেঞ্চুরি করেন?
উ. মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)।
৭. চাঁদে মানুষ প্রথম কোন মহাশূন্যযানে যায়?
উ. অ্যাপোলো ১১
৮. একবিংশ শতাব্দীর সূর্য প্রথম কোন দেশে ওঠে?
উ. ফিজি।
৯. কোন বাল্য অন্ধ ফরাসি পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন?
উ. লুই ব্রেইল।
১০. বিগবেন কী?
উ. একটি ঘড়ি
১১. আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়ানকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
উ. সেন্ট হেলেনা।
১২. দেশের নামের সাথে ‘সিটি’ যোগ করলে যে তিনটি দেশের রাজধানীর নাম হয়?
উ. ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা
১৩. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উ. ৩টি।
১৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল?
উ. ১৯৭৪ সালে।
১৫. কুমিল্লার ‘বার্ড’-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান।
১৬. জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়?
উ. ৩০ সেপ্টেম্বর।
১৭. ঢাকা শহরের কোন এলাকায় বেনারশি শাড়ি তৈরি হয়?
উ. মিরপুর।
১৮. পঁচাব্দি গাজী কেন বিখ্যাত?
উ. শিকারি।
১৯. বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন?
উ. ব্রজেন দাস।
২০. ‘মাটির ময়না’ ছবির নির্মাতা কে?
উ. তারেক মাসুদ।
২১. ‘সাঁঝের মায়া’ কার লেখা?
উ. সুফিয়া কামাল।
২২. ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে?
উ. জসীমউদদীন।
২৩. ‘সংশপ্তম’ কার রচনা?
উ. শহীদুল্লাহ কায়সার।
২৪. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?
উ. আনিস চৌধুরী।
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন?
উ. W. B. Yeats
২৬. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
উ. William Shakespeare
২৭. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
উ. রক্তকরবী।
২৮. বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে যে নামটি জড়িত?
উ. আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন।
২৯. ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. ফারসি।
৩০. রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. জাপানি।
৩১. যে ভাষা পরিবর্তনশীল?
উ. চলতি।
৩২. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উ. ১৫৩টি।
৩৩. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?
উ. ভলগা।
৩৪. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উ. নীল নদ।
৩৫. সানফ্রানসিসকো সেতু কোথায় অবস্থিত?
উ. ক্যালিফোর্নিয়া।
৩৬. সুয়েজ খাল সংযোগ করেছে-
উ. ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে।
৩৭. ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
উ. আরবি।
৩৮. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
উ. মুক্তভূমি।
৩৯. ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
উ. ক্রিস্টোফার কলম্বাস।
৪০. ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
উ. এশিয়ার দক্ষিণাঞ্চল।
৪১. আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
উ. গ্রিস।
৪২. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
উ. ১৯১৩ সালে।
৪৩. শারীরবিদ্যার জনক কে?
উ. হিপোক্র্যাটস।
৪৪. OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনায়।
৪৫. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
উ. ৫ জুন।
৪৬. বিশ্বখ্যাত দৌড়বিদ কার্ল লুইস কোন দেশের নাগরিক?
উ. যুক্তরাষ্ট্র।
৪৭. CNG-এর অর্থ কী?
উ. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস।
৪৮. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উ. ইরান।
৪৯. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন?
উ. ইবনে বতুতা।
৫০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিলেন-
উ. পর্তুগিজরা।
১. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উ. ১২০৪ সালে
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কতটি?
উ. ৪টি
৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবসি'ত কোথায়?
উ. ফরিদপুর
৪. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত তারিখে?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে
৫. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উ. স্যার এ এফ রহমান
৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ. মালদ্বীপ
৭. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উ. মারমা, সাঁওতাল
৮. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
উ. বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা
৯. ‘অপরাজেয় বাংলা’ কবে উন্মোচন করা হয়?
উ. ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
উ. ২৮ (২) নং অনুচ্ছেদে
১০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উ. রাজশাহী
১১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ. হামিদুর রহমান
১২. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উ. ইসলাম খান
১৩. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উ. সম্রাট আকবর
১৪. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উ. ২০০০ সালে
১৫. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উ. কোনাবাড়ি
১৬. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে
১৭. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)
১৮. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
১৯. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল
২০. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী
২১. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ
২২. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান
২৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উ. ২৮টি
২৪. কুমিল্লার বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান
২৫. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক
২৬. সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উ. ১৮২৯ সালে
২৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উ. লালমনিরহাট
২৮. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
উ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
২৯. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উ. ১৬১০ সালে
৩০. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে
৩১. বর্তমানে বাংলাদেশ গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার?
উ. ৭৫০ মার্কিন ডলার
৩২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উ. দ্বাদশ
৩৩. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
উ. চট্টগ্রামে
৩৪. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উ. মেজর জেনারেল সুখওয়াস্ত সিং
৩৫. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
উ. ১১টি
৩৬. যুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উ. সেগুনবাগিচা
৩৭. যুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উ. দুই নম্বর সেক্টর
৩৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উ. বাংলাবান্ধা
৩৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
উ. সিলেটের মালনীছড়ায়
৪০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উ. পর্তুগিজরা
৪১. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
উ. শায়েস্তা খান
৪২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়
৪৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা
৪৪. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে
৪৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
উ. সিপাহী
৪৬. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
উ. ১৯৬৬ সালে
৪৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা
৪৮. ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উ. ১৯০৫ সালে
৪৯. বঙ্গবঙ্গ কার্যকর হয় কত তারিখে?
উ. ১৬ অক্টোবর ১৯০৫ সালে
৫০. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কত তারিখে?
উ. ২৩ মার্চ ১৯৭১
১. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
উ. শ্রীকান্ত।
২. ‘মোদের গরম মোদের আশা আ মরি বাংলা ভাষা’-রচয়িতা কে?
উ. অতুলপ্রসাদ সেন।
৩. ‘অনুপম’-এর সমার্থক শব্দ কোনটি?
উ. মনোরম।
৪. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হলো-
উ. গাজী মিয়ার বস্তানী।
৫. ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
উ. পানির স্রোত।
৬. ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার?
উ. প্রমথ চৌধুরী।
৭. বেগম রোকেয়ার রচনা গ্রন্থের নাম কী?
উ. অবরোধবাসিনী।
৮. ‘হালে পানি পাওয়া’ অর্থ কী?
উ. বিপন্নমুক্ত হওয়া।
৯. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
উ. সুসময়ের বন্ধু।
১০. ‘তিমির’ শব্দের মিল শব্দ হলো-
উ. অন্ধকার।
১১. ‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
উ. বীরঙ্গনা।
১২. ‘খেয়া পার করে যে’-এর এক কথায় প্রকাশ হলো-
উ. পাটনী।
১৩, ‘মুখচোরা’ শব্দের সঠিক অর্থ হলো-
উ. লাজুক।
১৪. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ. তাজিংডন।
১৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উ. সেন্টমার্টিন।
১৬. পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উ. রাজশাহী।
১৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা।
১৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উ. ১৯২১ সালে।
১৯. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে।
২০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. মঈনুল হোসেন।
২১. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে যে প্রণালী-
উ. বেরিং।
২২. যে দেশটি জাতিসংঘের সদস্য নয়?
উ. ভ্যাটিকান।
২৩. ওপেক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনা।
২৪. স্পার্টা কোথায় অবস্থিত?
উ. গ্রিসে।
২৫. বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
উ. টাইগ্রিস।
২৬. লেবুতে যে এসিড থাকে-
উ. সাইট্রিক এসিড।
২৭. শিশুদের পোলিও রোগের জন্য কয় ডোজ টিকা দেয়া হয়?
উ. ৪ ডোজ।
২৮. সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উ. তিমি।
২৯. শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি হয়?
উ. কঠিন।
৩০. ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উ. সিসমোমিটার।
৩১. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
উ. একই থাকে।
৩২. ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে?
উ. ইনসুলিন।
৩৩. প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উ. শাহ মুহম্মদ সগীর।
৩৪. ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
উ. সমরেশ বসু।
৩৫. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
উ. নাটকের নাম।
৩৬. ‘আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
উ. জীবনানন্দ দাশ।
৩৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উ. প্রতিপাদিক।
৩৮. ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ হলো-
উ. প্রত্যয়।
৩৯. ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?
উ. বহুব্রীহি।
৪০. ‘কপোল’-এর প্রতিশব্দ কোনটি?
উ. গাল।
৪১. ‘জল পড়ে, পাতা নড়ে’-এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
উ. কর্তায় প্রথমা।
৪২. দ্বন্দ্ব সমাজের উদাহরণ হলো?
উ. ভাইবোন।
৪৩. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্ঠা ঔপন্যাসিক কে?
উ. শরৎচন্দ্র।
৪৪. ‘কত ছবি কত গান’ গ্রন্থটির রচয়িতা কে?
উ. দ্বিজেন্দ্রলাল রায়।
৪৫. বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত?
উ. ময়মনসিংহ।
৪৬. বাংলাদেশে বর্তমানে সংসদে কতজন সংরক্ষিত মহিলা সদস্য আছেন?
উ. ৫০ জন।
৪৭. ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
উ. ১৮৭২ সালে।
৪৮. এপিকালচার অর্থ কী?
উ. মৌ চাষ।
১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ. আইসিডিডিআরবি
২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ. এশিয়াটিক সোসাইটি।
৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ. রাষ্ট্রপতি।
৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।
৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।
৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।
৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।
৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।
৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ২৮টি।
১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।
১২. আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।
১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’-এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ. ব্যতিহার কর্তা।
১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক?
উ. ঐকদেশিক আধারাধিকরণ।
১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ. লোপ চিহ্ন।
১৯. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।
২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ. কৃতদার।
২১. ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ. গুরুচণ্ডালী।
২২. ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ. অনন্বয়ী অব্যয়।
২৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।
২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।
২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ. শ্রীধর কথক।
২৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ. আঙুর।
২৮. ‘শম’ শব্দের অর্থ কী?
উ. শাস্তি।
২৯. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ. নিতান্ত অলস।
৩০. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ. কৃ+য।
৩১. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।
৩২. বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।
৩৩. বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ. একবার।
৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ. ১১টি।
৩৫. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
৩৭. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
৩৯. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
৪০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।
৪১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।
৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।
৪৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।
৪৪. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।
৪৫. কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।
৪৭. মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।
৪৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ. ক্যান্সার।
৪৯. কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
৫০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।
১. কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী?
ঊত্তর. ক্লোরোফ্লোরো কার্বন
২. রক্তের লোহিত কণিকার কাজ কী?
ঊত্তর. অক্সিজেন বহন করা
৩. গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী
ঊত্তর. বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড
৪. বিজ্ঞানী জি মার্কোনি কিসের আবিষ্কারক?
ঊত্তর. রেডিও
৫. দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন?
ঊত্তর. পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
৬. মোটরগাড়ির হেডলাইটে কী রূপ দর্পণ ব্যবহার করা হয়?
ঊত্তর. উত্তল
৭. ডাটা সংরক্ষণ এবং স্থানান্তর করা যায় কী দ্বারা?
ঊত্তর. পেন ড্রাইভ
৮. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলা হয়?
ঊত্তর. কেলভিন
৯. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ঊত্তর. পাথরকুঁচি
১০. কোথায় দিনরাত্রি সমান?
ঊত্তর. নিরক্ষরেখায়
১১. সূর্যরশ্মি কী গতিতে ভ্রমণ করে?
ঊত্তর. সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল
১২. ডায়াস্টোল বলতে কী বোঝায়?
ঊত্তর. হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করানো
১৩. বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
ঊত্তর. বৈজ্ঞানিক আইনস্টাইন
১৪. যা টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়
ঊত্তর. চৌম্বক শক্তি
১৫. যা তেজস্ক্রিয় পদার্থ নয়?
ঊত্তর. লৌহ
১৬. আলট্রাসনোগ্রাফি কী?
ঊত্তর. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
১৭. যে পদার্থটি মৌল নয় আবার যৌগও নয়
ঊত্তর. বায়ু
১৮. দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
ঊত্তর. রক্তে হেপারিন থাকায়
১৯. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ঊত্তর. ভূ-পৃষ্ঠে
২০. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ঊত্তর. জনন কোষে
২১. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে যে নদী?
ঊত্তর. নাফ নদী
২২. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
ঊত্তর. চাকমা
২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
ঊত্তর. ১৭ এপ্রিল ১৯৭১ সালে
২৪. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
ঊত্তর. জেমস্ রেনেল
২৫. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ঊত্তর. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে
২৬. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ঊত্তর. মইনুল হোসেন
২৭. সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
ঊত্তর. পাগমার্ক
২৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি করতেন?
ঊত্তর. নৌবাহিনী
২৯. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
ঊত্তর. ১৯৪৩ সালে
৩০. তিনবিঘা করিডোরের আয়তন কত?
ঊত্তর. ১৭৮ মিটার x ৮৫ মিটার
৩১. বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
ঊত্তর. ১৯১১ সালে
৩২. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি-
ঊত্তর. সাংবিধানিক সংস্থা
৩৩. বাংলাদেশের বৃহত্তম স'লবন্দর কোনটি?
ঊত্তর. বেনাপোল
৩৪. বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়?
ঊত্তর. চট্টগ্রাম
৩৫. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম কী?
ঊত্তর. নাজমুন আরা সুলতানা
৩৬. ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
ঊত্তর. কলকাতা, ভারত
৩৭. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস?
ঊত্তর. যুক্তরাষ্ট্র
৩৮. জাতিসংঘ মোট কতটি অঙ্গসংগঠন নিয়ে গঠিত?
ঊত্তর. ৬টি
৩৯. ক্রিকেটের নিয়মাবলি রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব?
ঊত্তর. মেরিলিবোর্ন ক্লাব
৪০. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
ঊত্তর. কিউবা
৪১. এপি কোন দেশের সংবাদ সংস্থা?
ঊত্তর. যুক্তরাষ্ট্র
৪২. দালাইলামা কোন দেশের নাগরিক?
ঊত্তর. তিব্বত
৪৩. ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোথায় অবস্থিত?
ঊত্তর. জাপানে
৪৪. ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ কে?
ঊত্তর. ফ্লোরেন্স নাইটিংগেল
৪৫. পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
ঊত্তর. ফিলিস্তিন
৪৬. ওআইসি গঠিত হয় কোন সালে?
ঊত্তর. ১৯৬৯ সালে
৪৭. এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোথায় অবসি'ত?
ঊত্তর. চেলুসকিনের অন্তরীপ
৪৮. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) অর্জন করার কথা কোন সালে?
ঊত্তর. ২০১৫ সালে
৪৯. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনোই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
ঊত্তর. থাইল্যান্ড
৫০. যমুনা সার কারখানা কবে চালু হয়?
ঊত্তর. ২৬ ডিসেম্বর ১৯৯১ সালে।
১. ডায়রিয়া রোগীর সন্তোষজনক Rehydrtion-এর নৈর্ব্যক্তিক প্রথম লক্ষণ কী?
উত্তরঃ প্রস্রাব হওয়া।
২. ORS-এ সোডিয়াম বাই কার্বনেটের পরিমাণ কত?
উত্তরঃ ৩.৫ মিলিগ্রাম
৩. গরুর দুধের তুলনায় বুকের দুধে কার্বোহাইড্রেটের পরিমাণ-
উত্তরঃ অতিমাত্রায় কম
৪. মুখে Iron সেবন করলে তা সম্পূর্ণ শোধিত কিসে?
উত্তরঃ Jegunum-এ
৫. শারীরিক বৃদ্ধি (Growth) এবং উন্নয়নের (Development) ক্ষেত্রে যে কথা প্রযোজ্য?
উত্তরঃ ‘বৃদ্ধি’ এবং ‘উন্নয়ন’ দুটোই প্রায় পাশাপাশি চলতে থাকে।
৬. অধুনা সরকারিভাবে বিতরণকৃত উচ্চক্ষমতাসম্পন্ন Vitamin-A তে যা আছে-
উত্তরঃ ৬ ফোঁটা তৈলাক্ত দ্রবণ (oily solution)
৭. স্বাস্থ্যবান শিশুদের হিমোগ্লোবিনের ন্যূনতম মাত্রা কত?
উত্তরঃ 11mg/dl
৮. একজন গর্ভবতী ও স্তন্যদানকারিনি মাতার জন্য Vit-C-এর দৈনিক বরাদ্দ কত?
উত্তরঃ ৫০ মিলিগ্রাম
৯. মানুষের শরীরে বেশির ভাগ ফসফেট (Phosphate) রয়েছে-
উত্তরঃ হাড়ে
১০. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শারীরিক লৌহের মোট পরিমাণ প্রায়-
উত্তরঃ ৪ গ্রাম
১১. রাতকানা রোগ বোঝানোর প্রতীক হলো-
উত্তরঃ xN
১২. Lathyrism রোগে অসাড়তা দেখা যায়-
উত্তরঃ প্রত্যঙ্গের পেশিতে
১৩. Vit-D সম্বন্ধে যে কথাটি সত্য নয়-
উত্তরঃ বর্তমানে এই ভিটামিনের অভাব সচরাচর দেখা যায় না।
১৪. জন্মের ৬ ঘণ্টার মধ্যে নবজাতকের জন্ডিস দেখা দিলে তা অধিকাংশ ক্ষেত্রেই-
উত্তরঃ Physiological কারণে হয়
১৫. বাংলাদেশে বর্তমানে মায়ের মৃত্যুর হার প্রায়-
উত্তরঃ ৬০/১০,০০০ জীবিত জন্ম
১৬. যে ওষুধ ব্যবহার করে জরায়ুর সংকোচন বন্ধ করা যায়-
উত্তরঃ Salbutamol
১৭. স্বাভাবিক প্রসবের প্রথম স্তর (First stage of labour)-
উত্তরঃ Oxytocin ব্যবহার করে সংক্ষিপ্ত করা যায়।
১৮. গর্ভবতী মহিলার অতি প্রয়োজনীয় দুটি পরীক্ষা হলো-
উত্তরঃ হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় এবং প্রস্রাবে অ্যালবুমিন এবং শর্করার পরিমাণ নির্ণয়।
১৯. ১ বছর বয়সে স্বাস্থ্যবান শিশুর মধ্য বাহুর পরিধি হবে প্রায়-
উত্তরঃ ১৬ সেন্টিমিটার।
২০. বিলিংস মেথড (Billings method)-
উত্তরঃ প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
২১. IUCD এর অকার্যকারিতা (Failure Rate) হার হলো-
উত্তরঃ ৪/১০০ Woman Years-এর কাছাকাছি
২২. কোনো মহিলার Thromboembolic Disorder-এর পূর্ব ইতিহাস থাকলে তার জন্য-
উত্তরঃ খাবার বড়ি ভবিষ্যতের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
২৩. বন্ধ্যাকরণের সাধারণত যে পদ্ধতি ব্যবহৃত হয় তার নাম হলো-
উত্তরঃ Pomeroy technique
২৪. স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়িতে সাধারণত Oestrogen-এর পরিমাণ থাকে?
উত্তরঃ ৩৫mcg
২৫. IUD-তে তামার তার জড়ানোর কারণ কী?
উত্তরঃ Cytotoxic ক্ষমতার জন্য
২৬. বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ খাবার বড়ি
২৭. মায়া বড়িতে আছে-
উত্তরঃ 0.05 mg mestranol
২৮. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।
২৯. ‘সংশয়’ শব্দের বিপরীত শব্দ হলো-
উত্তরঃ প্রত্যয়।
৩০. Shortly শব্দের ক্রিয়াপদ কী?
উত্তরঃ Shorten.
৩১. Windfale-এর অর্থ কী?
উত্তরঃ অপ্রত্যাশিতভাবে পাওয়া সুফল।
৩২. Aspirin কোন ওষুধটির কার্যকারিতা বৃদ্ধি করে?
উত্তরঃ Probenceid
৩৩. ভাইরাসজনিত ব্যাধি হলো-
উত্তরঃ র্যাবিশ
৩৪. বাংলাদেশে Infant mortality rate কত?
উত্তরঃ ৭৬.৮
৩৫. টাইফয়েড জ্বরের প্রথম সপ্তাহের লক্ষণ হলো-
উত্তরঃ মাথাব্যথা
৩৬. কত ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়?
উত্তরঃ -৪০
৩৭. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন
৩৮. রংধনুর সাতটি রঙের মাঝের রঙ কোনটি?
উত্তরঃ সবুজ
৩৯. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
উত্তরঃ ১০ বছর।
৪০. চোখের সাথে মিল আছে কোনটির?
উত্তরঃ ক্যামেরা।
৪১. বর্ষকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তরঃ বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে।
৪২. চলন্ত রেলগাড়িতে দাঁড়িয়ে হাত দিয়ে একটি বল ঠিক ওপরে ছুড়ে দিলে তার অবস্থা কী হবে?
উত্তরঃ পুনরায় হাতে ফিরে আসবে
৪৩. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ ল্যাকটোমিটার।
৪৪. উড়োজাহাজ প্রথম উড়ান কে?
উত্তরঃ রাইট ভ্রাতৃদ্বয়।
৪৫. ফারেনহাইট তাপমান যন্ত্রে পানির স্ফুটনাংক কত?
উত্তরঃ ২১২
৪৬. Hypertrophy বলতে কী বোঝায়?
উত্তরঃ কোষের আয়তন বৃদ্ধি হওয়া।
৪৭. প্রাচীন ‘শ্যামদেশ’ কোনটি?
উত্তরঃ থাইল্যান্ড
৪৮. কবি ফেরদৌসীর জন্মস্থান কোথায়?
উত্তরঃ ইরান।
৪৯. ভারতের কোন প্রদেশ নিরক্ষরতামুক্ত বলে ঘোষিত হয়েছে?
উত্তরঃ কেরালা।
৫০. বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তরঃ শ্রীমঙ্গলে।
১. আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায়?
উত্তর ম্যানিলা।
২. ইরাকের পূর্বনাম কী ছিল?
উত্তর মেসোপটেমিয়া।
৩. ‘সুনামি’তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর ইন্দোনেশিয়া।
৪. জ্যামিতিসংক্রান্ত বিষয়ে যে নামটি সমধিক প্রসিদ্ধ?
উত্তর ইউক্লিড।
৫. যেটি সাধারণভাবে মিউজিকের সাথে সংশ্লিষ্ট হয়?
উত্তর সাইরেন।
৬. যে শব্দটি সাধারণত লাভের জন্য ব্যবহৃত হয়
উত্তর ডিভিডেন্ড।
৭. যে সংস্থাটি বাংলাদেশের প্রেক্ষিতে পরিচিত?
উত্তর এনএসআই।
৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কয়টি?
উত্তর ৫টি।
৯. ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় কোন সময়ে?
উত্তর ১৯৬৫ সালে।
১০. আমদানি-রপ্তানি বাণিজ্যে ইন্সুরেন্স কোন প্রক্রিয়ায় ব্যবহার হয়?
উত্তর এফওবি।
১১. সিয়াচেন কী?
উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান।
১২. পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি?
উত্তর ডেড সি (জর্ডান)।
১৩. সাতগম্বুজ মসজিদ কোন সুবেদারের আমলে নির্মিত হয়?
উত্তর শায়েস্তা খান।
১৪. সমুদ্রের গভীরতার সাথে ‘ফ্যাদোমিটার’-এর যে রূপ সম্পর্ক ‘বায়ুমণ্ডলের চাপ’-এর সাথে সেরূপ সম্পর্ক কিসের?
উত্তর ব্যারোমিটার।
১৫. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর মরক্কো।
১৬. ‘বিশ্বনবী’ বইখানির লেখক কে?
উত্তর গোলাম মোস্তফা।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি সভাপতি কে?
উত্তর হুমায়ুন রশীদ চৌধুরী।
১৮. কোন স্থানে রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ অস্ত্র সীমিতকরণ ‘তারকাযুদ্ধ’ বিষয়ে আলোচনা করেন?
উত্তর রিকজাভিক।
১৯. সেলিবিন দ্বীপ কোন সাগর/মহাসাগরে অবস্থিত?
উত্তর ভারত মহাসাগর।
২০. পৃথিবীতে কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর টোকিও।
২১. কুষ্ঠরোগের উপসর্গ হলো-
উত্তর ত্বকের বিশেষ ধরনের ক্ষতে ব্যথাবোধহীনতা।
২২. লৌহ ঘাটতিজনিত রক্তশূন্যতা বৃদ্ধির কারণ কী?
উত্তর বক্র কৃমির আক্রমণ।
২৩. যেটি জীবাণুঘটিত রোগ নয়?
উত্তর গাউট।
২৪. বাংলাদেশের বিষপানের প্রধান কারণ নয়?
উত্তর নাইট্রিক এসিড।
২৫. যক্ষ্মা চিকিৎসার ওষুধ হলো-
উত্তর Pora-amino salicylic Acid
২৬. যেটি Mumps-এর জটিলতা নয়?
উত্তর আর্থ্রাইটিস।
২৭. বাংলাদেশের common চর্মরোগ হলো-
উত্তর স্ক্যাবিস।
২৮. যা রিউমেটিক ফিভারের রোগ নির্ণয়ে এককভাবে কার্যকরী?
উত্তর ASO
২৯. প্রস্রাব পরীক্ষায় রোগ নির্ণয়ে সহায়ক হলো?
উত্তর ক্রনিক রিনাল ফেইলিওর।
৩০. যা secondary উচ্চরক্তচাপের কারণ নয়?
উত্তর Zoliger Elison syndrome
৩১. যেটি কলেরার উপসর্গ নয়?
উত্তর অধিকাংশ রোগী সামান্য পাতলা পায়খানা করেই সুস্থ হয়ে যায়।
৩২. বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টিনা ব্যবহার চালু হয়?
উত্তর ১৯৯১ সাল থেকে।
৩৩. বাংলাদেশের বড় পেপার মিলের নাম?
উত্তর খুলনা নিউজপ্রিন্ট পেপার মিল।
৩৪. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
উত্তর আলমুতি শরফুদ্দিন।
৩৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে?
উত্তর শাহ মোহাম্মদ সগীর।
৩৬. বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সালে?
উত্তর ১৯৯৩ সালে।
৩৭. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উত্তর ১৩৭ অনুচ্ছেদ।
৩৮. জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল পাস হয় কবে?
উত্তর নভেম্বর, ২০০২ সালে।
৩৯. পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উত্তর ১৯৯৭ সালে।
৪০. ‘গুরুচণ্ডালী দোষ’ কী?
উত্তর সাধু-চলিত ভাষারীতির মিশ্রণ।
৪১. ‘দুর্দৈব’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তর সৌভাগ্য।
৪২. ‘ব্যাকরণ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর বিশেষভাবে বিশ্লেষণ।
৪৩. পল্লীকবি জসীমউদ্দীনের পল্লী গানসমূহ সংকলিত হয়েছে যে গ্রন্থে?
উত্তর রাখালী গ্রন্থে।
৪৪. ‘শেষের কবিতা’ উপন্যাসটির নায়ক কে?
উত্তর অমিত রায়।
৪৫. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হলো-
উত্তর সবুজপত্র।
৪৬. ‘চণ্ডালিকা’ নাটকের রচয়িতা-
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৭. নাটকের উৎপত্তি কোথায়?
উত্তর গ্রিসে।
৪৮. ‘কুলায়ে কালস্রোত’ উপন্যাসের রচয়িতা হলেন-
উত্তর শওকত আলী।
৪৯. ‘রুদ্রমঙ্গল’ কার লেখা?
উত্তর কাজী নজরুল ইসলাম।
৫০. বাংলা সাহিত্যিক গদ্যের সূচনা হয় কবে থেকে?
উত্তর উনিশ শতক।
১. কোনটি মালভেসি?
উ. জবা
২. কোনটি লিগিউমিনোসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য?
উ. মূলে নডিউল থাকে
৩. এককোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে বলে-
উ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪. অ্যান্টিবায়োটিক শব্দটি সর্বপ্রথম চালু করেন-
উ. এসএ ওয়াকসম্যান
৫. শ্বসনের বিক্রিয়াগুলো প্রাথমিক পর্যায়ে ঘটে-
উ. সাইটোপ্লাজমে
৬. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
উ. মাইটোকন্ড্রিয়ায়
৭. গাইকোলাইসিসের সময়-
উ. উভয় ক্ষেত্রেই অক্সিজেন অপ্রয়োজনীয়
৮. প্লাজমা মেমব্রেন হলো-
উ. অর্ধভেদ্য
৯. জ্যান্থোফিলের বর্ণ কী?
উ. হলুদ
১০. কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয়?
উ. যক্ষ্মা।
১১. এইডস একটি-
উ. ভাইরাসজনিত রোগ
১২. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
উ. কিডনি
১৩. ম্যালেরিয়ার ওষুধের নাম-
উ. ক্লোক্সাসিলিন
১৪. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলা হয়?
উ. এইডস
১৫. পাকস্থলীতে কোন প্রকারের ওষুধ তাড়াতাড়ি শোষিত হয়?
উ. তরল
১৬. সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা কত?
উ. ৯৮.৪০ ফারেনহাইট
১৭. কোনটি এইডস রোগের জন্য দায়ী?
উ. এইচআইভি
১৮. মানুষের মস্তিষেকর ওজন কত?
উ. ১.৩৬ কেজি
১৯. অ্যানাটমির জনক কে?
উ. উইলিয়াম হার্ভে
২০. মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়োজন?
উ. ৫ লিটার
২১. মানুষের সপাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উ. ১৮ ইঞ্চি
২২. হার্ট সাউন্ড কত ধরনের?
উ. ৩ ধরনের
২৩. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?
উ. ডায়াস্টোল
২৪. আঘাত লেগে ফুলে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা কী?
উ. ঠাণ্ডা পানি ও বরফ দেয়া
২৫. ডায়াবেটিক চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয়?
উ. ইনসুলিন
২৬. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উ. লুই পাস্তুর
২৭. ডাক্তার নাড়ি দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?
উ. ধমনির সপন্দন
২৮. মাল ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো-
উ. চালান
২৯. পারিবারিক হিসাব-নিকাশ প্রণালী কেমন?
উ. সহজ ও সরল
৩০. সাধারণত পারিবারিক আয়ের ৭% থেকে ১২% ব্যয় করা হয়-
উ. বস্ত্র খাতে
৩১. সব লেনদেনের হিসাব প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
উ. তিনটি
৩২. সঞ্চয়ের প্রবণতা পারিবারিক হিসাব-নিকাশের একটি-
উ. প্রয়োজনীয়তা
৩৩. কোন ক্ষেত্রে সম্পত্তি অর্জিত হয়?
উ. মূলধনজাতীয় ব্যয়
৩৪. ইজারা সম্পত্তি অবলোপন-
উ. মুনাফাজাতীয় ব্যয়
৩৫. মূলধনজাতীয় লেনদেনের উদাহরণ হলো-
উ. যন্ত্রপাতি কেনা
৩৬. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ হলো-
উ. প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয়
৩৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয়-
উ. দুটি হিসাব খাত দ্বারা
৩৮. দুতরফা দাখিল পদ্ধতির সুবিধা কী?
উ. এর মাধ্যমে লাভ-লোকসান জানা যায়
৩৯. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবকে কী বলা হয়?
উ. ডেটর
৪০. হিসাবচক্রের ধাপগুলো হলো-
উ. জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, লাভ-ক্ষতি হিসাব ও উদ্বৃত্তপত্র
৪১. বিশ্বকাপ ক্রিকেট-২০১১ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে স্মারক রৌপ্য মুদ্রাটি ছেড়েছে তার মূল্যমান কত?
উ. ১০ টাকা
৪২. ১০ টাকা মূল্যমানের এ মুদ্রাটি কোন দেশের তৈরি?
উ. জার্মানি
৪৩. লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কী?
উ. নাজিব মিকাতি
৪৪. যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন গুয়ানতানামো বন্দিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে?
উ. আহমেদ ঘাইলান
৪৫. আফগানিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের আসনসংখ্যা কত?
উ. ২৪৯টি
৪৬. জি-৭৭-এর সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ?
উ. ইরান
৪৭. কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নতুন আত্মজীবনীমূলক বইটির নাম কী?
উ. ফাউন্টেনপেন
৪৮. ভলভোর নতুন হেডকোয়ার্টার কোথায়?
উ. চীনের সাংহাইয়ে
৪৯. ৯৯ বছর বয়সী জাপানি লেখক তয়ো শিবাতার রচিত জনপ্রিয় কাব্য সংকলনটির নাম কী?
উ. ডোন্ট লস হার্ট
৫০. রোমানিয়ার রাজধানীর নাম?
উ. বুখারেস্ট
উ. পর্তুগিজ
৩. পদ প্রধানত কত প্রকার?
উ. দুই
৪. By Air Mail-এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
উ. বিদেশে চিঠি পাঠাতে
৫. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়?
উ. ভাষার
৬. কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি?
উ. কৃতদার
৭. নিত্য সমাসের সমস্ত পদ হলো
উ. দেশান্তর
৮. রোগ হিসেবে ব্যবহৃত শব্দ হলো
উ. মাথা ধরা
৯. ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ করতে হয় না
উ. উদ্ধৃতি
১০. সাধারণভাবে ‘রচনা’ শব্দটির অর্থ কী?
উ. আলোচনা
১১. Proper Noun-এর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যায়-
উ. টষময়পন ঝয়থয়পঢ়
১২. ‘আটপৌরে’ শব্দটির অর্থ কী?
উ. যা সবসময় পরার উপযোগী
১৩. প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কী?
উ. চর্যাপদ
১৪. নারী জাগরণের কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. বেগম রোকেয়া
১৫. ‘কলির সন্ধ্যা’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
উ. দুঃখের সূচনা
১৬. The rose is a fragrant flower ফলসাপড়-এর সঠিক অনুবাদ হলো-
উ. গোলাপ সুগন্ধি ফুল
১৭. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
উ. বিশেষণ
১৮. ব্যাঞ্জন সন্ধির উদাহরণ হলো
উ. সংবাদ
১৯. বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ হলো
উ. অরণ্যানী
২০. বাক্যের একক হলো
উ. শব্দ
২১. যেথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
উ. লেটোর দলে
২২. কোনো পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
উ. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
২৩. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
উ. আধুনিক যুগের
২৪. ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উ. বাগেরহাট
২৫. বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ান কোন দেশ?
উ. সেপন
২৬. আমেরিকার রাজধানীর নাম কী?
উ. ওয়াশিংটন
২৭. বাংলাদেশের জাতীয় কবি কে?
উ. কাজী নজরুল ইসলাম
২৮. বাংলাদেশের প্রথম গ্যাস পাওয়া যায় কোথায়?
উ. হরিপুর
২৯. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
উ. জাপান
৩০. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?
উ. ৪টি
৩১. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোরন করা হয়-
উ. ১৯৭১ সালের ২ মার্চ
৩২. বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত
উ. মৌলভীবাজার
৩৩. আন্তর্জাতিক নারী দিবস হলো
উ. ৮ মার্চ
৩৪. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
উ. ১৯৮৪ সালে
৩৫. ‘সপ্তর্ষিমণ্ডল’ আকাশে কিসের মতো দেখায়?
উ. জিজ্ঞাসা চিহ্নের মতো
৩৬. মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উ. সপুটনিক-১
৩৭. দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ. ল্যাক্টোমিটার।
৩৮. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়
৩৯. যে সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে-
উ. ইউনেস্কো
৪০. কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়?
উ. চা
৪১. ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে?
উ. পেরিস্কোপ
৪২. ডিনামাইট কে আবিষকার করেন?
উ. আলফ্রেড নোবেল
৪৩. পারমাণবিক বোমার আবিষকারক কে?
উ. ওপেনহাইমার
৪৪. পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘোরে?
উ. ঘণ্টায় ৬৭,০০০ মাইল বেগে
৪৫. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখা বাংলাদেশের ওপর দিয়ে গেছে?
উ. কর্কটক্রান্তি রেখা
৪৬. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
উ. ইউরিয়া
৪৭. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কীভাবে?
উ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
৪৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-
উ. গ্রাফাইট
৪৯. ভিটামিন ‘ই’-এর কাজ কী?
উ. প্রজননে সহায়তা করা
৫০. বহুরূপী মৌল কোনটি?
উ. কার্বন
উ. যকৃৎ।
২. মানুষের দুধ দাঁত কয়টি থাকে?
উ. ২০টি।
৩. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
উ. ডলি।
৪. রক্তে যে উপাদানটি বেশি থাকা ভালো-
উ. হিমোগ্লোবিন।
৫. কোন সাবেক প্রধানমন্ত্রী রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?
উ. মার্গারেট থেচার।
৬. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে কে সেঞ্চুরি করেন?
উ. মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)।
৭. চাঁদে মানুষ প্রথম কোন মহাশূন্যযানে যায়?
উ. অ্যাপোলো ১১
৮. একবিংশ শতাব্দীর সূর্য প্রথম কোন দেশে ওঠে?
উ. ফিজি।
৯. কোন বাল্য অন্ধ ফরাসি পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন?
উ. লুই ব্রেইল।
১০. বিগবেন কী?
উ. একটি ঘড়ি
১১. আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়ানকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
উ. সেন্ট হেলেনা।
১২. দেশের নামের সাথে ‘সিটি’ যোগ করলে যে তিনটি দেশের রাজধানীর নাম হয়?
উ. ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা
১৩. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উ. ৩টি।
১৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল?
উ. ১৯৭৪ সালে।
১৫. কুমিল্লার ‘বার্ড’-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান।
১৬. জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়?
উ. ৩০ সেপ্টেম্বর।
১৭. ঢাকা শহরের কোন এলাকায় বেনারশি শাড়ি তৈরি হয়?
উ. মিরপুর।
১৮. পঁচাব্দি গাজী কেন বিখ্যাত?
উ. শিকারি।
১৯. বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন?
উ. ব্রজেন দাস।
২০. ‘মাটির ময়না’ ছবির নির্মাতা কে?
উ. তারেক মাসুদ।
২১. ‘সাঁঝের মায়া’ কার লেখা?
উ. সুফিয়া কামাল।
২২. ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে?
উ. জসীমউদদীন।
২৩. ‘সংশপ্তম’ কার রচনা?
উ. শহীদুল্লাহ কায়সার।
২৪. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?
উ. আনিস চৌধুরী।
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন?
উ. W. B. Yeats
২৬. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
উ. William Shakespeare
২৭. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
উ. রক্তকরবী।
২৮. বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে যে নামটি জড়িত?
উ. আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন।
২৯. ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. ফারসি।
৩০. রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. জাপানি।
৩১. যে ভাষা পরিবর্তনশীল?
উ. চলতি।
৩২. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উ. ১৫৩টি।
৩৩. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?
উ. ভলগা।
৩৪. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উ. নীল নদ।
৩৫. সানফ্রানসিসকো সেতু কোথায় অবস্থিত?
উ. ক্যালিফোর্নিয়া।
৩৬. সুয়েজ খাল সংযোগ করেছে-
উ. ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে।
৩৭. ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
উ. আরবি।
৩৮. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
উ. মুক্তভূমি।
৩৯. ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
উ. ক্রিস্টোফার কলম্বাস।
৪০. ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
উ. এশিয়ার দক্ষিণাঞ্চল।
৪১. আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
উ. গ্রিস।
৪২. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
উ. ১৯১৩ সালে।
৪৩. শারীরবিদ্যার জনক কে?
উ. হিপোক্র্যাটস।
৪৪. OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনায়।
৪৫. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
উ. ৫ জুন।
৪৬. বিশ্বখ্যাত দৌড়বিদ কার্ল লুইস কোন দেশের নাগরিক?
উ. যুক্তরাষ্ট্র।
৪৭. CNG-এর অর্থ কী?
উ. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস।
৪৮. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উ. ইরান।
৪৯. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন?
উ. ইবনে বতুতা।
৫০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিলেন-
উ. পর্তুগিজরা।
১. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উ. ১২০৪ সালে
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কতটি?
উ. ৪টি
৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবসি'ত কোথায়?
উ. ফরিদপুর
৪. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত তারিখে?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে
৫. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উ. স্যার এ এফ রহমান
৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ. মালদ্বীপ
৭. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উ. মারমা, সাঁওতাল
৮. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
উ. বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা
৯. ‘অপরাজেয় বাংলা’ কবে উন্মোচন করা হয়?
উ. ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
উ. ২৮ (২) নং অনুচ্ছেদে
১০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উ. রাজশাহী
১১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ. হামিদুর রহমান
১২. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উ. ইসলাম খান
১৩. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উ. সম্রাট আকবর
১৪. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উ. ২০০০ সালে
১৫. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উ. কোনাবাড়ি
১৬. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে
১৭. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)
১৮. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
১৯. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল
২০. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী
২১. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ
২২. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান
২৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উ. ২৮টি
২৪. কুমিল্লার বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান
২৫. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক
২৬. সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উ. ১৮২৯ সালে
২৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উ. লালমনিরহাট
২৮. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
উ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
২৯. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উ. ১৬১০ সালে
৩০. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে
৩১. বর্তমানে বাংলাদেশ গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার?
উ. ৭৫০ মার্কিন ডলার
৩২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উ. দ্বাদশ
৩৩. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
উ. চট্টগ্রামে
৩৪. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উ. মেজর জেনারেল সুখওয়াস্ত সিং
৩৫. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
উ. ১১টি
৩৬. যুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উ. সেগুনবাগিচা
৩৭. যুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উ. দুই নম্বর সেক্টর
৩৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উ. বাংলাবান্ধা
৩৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
উ. সিলেটের মালনীছড়ায়
৪০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উ. পর্তুগিজরা
৪১. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
উ. শায়েস্তা খান
৪২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়
৪৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা
৪৪. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে
৪৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
উ. সিপাহী
৪৬. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
উ. ১৯৬৬ সালে
৪৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা
৪৮. ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উ. ১৯০৫ সালে
৪৯. বঙ্গবঙ্গ কার্যকর হয় কত তারিখে?
উ. ১৬ অক্টোবর ১৯০৫ সালে
৫০. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কত তারিখে?
উ. ২৩ মার্চ ১৯৭১
১. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
উ. শ্রীকান্ত।
২. ‘মোদের গরম মোদের আশা আ মরি বাংলা ভাষা’-রচয়িতা কে?
উ. অতুলপ্রসাদ সেন।
৩. ‘অনুপম’-এর সমার্থক শব্দ কোনটি?
উ. মনোরম।
৪. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হলো-
উ. গাজী মিয়ার বস্তানী।
৫. ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
উ. পানির স্রোত।
৬. ‘সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত’-এই উক্তিটি কার?
উ. প্রমথ চৌধুরী।
৭. বেগম রোকেয়ার রচনা গ্রন্থের নাম কী?
উ. অবরোধবাসিনী।
৮. ‘হালে পানি পাওয়া’ অর্থ কী?
উ. বিপন্নমুক্ত হওয়া।
৯. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
উ. সুসময়ের বন্ধু।
১০. ‘তিমির’ শব্দের মিল শব্দ হলো-
উ. অন্ধকার।
১১. ‘বীর’ শব্দের বিপরীত লিঙ্গ কী?
উ. বীরঙ্গনা।
১২. ‘খেয়া পার করে যে’-এর এক কথায় প্রকাশ হলো-
উ. পাটনী।
১৩, ‘মুখচোরা’ শব্দের সঠিক অর্থ হলো-
উ. লাজুক।
১৪. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ. তাজিংডন।
১৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উ. সেন্টমার্টিন।
১৬. পদ্মা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উ. রাজশাহী।
১৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা।
১৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উ. ১৯২১ সালে।
১৯. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে।
২০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উ. মঈনুল হোসেন।
২১. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে যে প্রণালী-
উ. বেরিং।
২২. যে দেশটি জাতিসংঘের সদস্য নয়?
উ. ভ্যাটিকান।
২৩. ওপেক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনা।
২৪. স্পার্টা কোথায় অবস্থিত?
উ. গ্রিসে।
২৫. বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
উ. টাইগ্রিস।
২৬. লেবুতে যে এসিড থাকে-
উ. সাইট্রিক এসিড।
২৭. শিশুদের পোলিও রোগের জন্য কয় ডোজ টিকা দেয়া হয়?
উ. ৪ ডোজ।
২৮. সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উ. তিমি।
২৯. শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি হয়?
উ. কঠিন।
৩০. ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উ. সিসমোমিটার।
৩১. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
উ. একই থাকে।
৩২. ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে?
উ. ইনসুলিন।
৩৩. প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উ. শাহ মুহম্মদ সগীর।
৩৪. ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
উ. সমরেশ বসু।
৩৫. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
উ. নাটকের নাম।
৩৬. ‘আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
উ. জীবনানন্দ দাশ।
৩৭. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
উ. প্রতিপাদিক।
৩৮. ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ হলো-
উ. প্রত্যয়।
৩৯. ‘লাঠালাঠি’ শব্দটি কোন সমাস?
উ. বহুব্রীহি।
৪০. ‘কপোল’-এর প্রতিশব্দ কোনটি?
উ. গাল।
৪১. ‘জল পড়ে, পাতা নড়ে’-এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?
উ. কর্তায় প্রথমা।
৪২. দ্বন্দ্ব সমাজের উদাহরণ হলো?
উ. ভাইবোন।
৪৩. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্ঠা ঔপন্যাসিক কে?
উ. শরৎচন্দ্র।
৪৪. ‘কত ছবি কত গান’ গ্রন্থটির রচয়িতা কে?
উ. দ্বিজেন্দ্রলাল রায়।
৪৫. বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত?
উ. ময়মনসিংহ।
৪৬. বাংলাদেশে বর্তমানে সংসদে কতজন সংরক্ষিত মহিলা সদস্য আছেন?
উ. ৫০ জন।
৪৭. ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে?
উ. ১৮৭২ সালে।
৪৮. এপিকালচার অর্থ কী?
উ. মৌ চাষ।
১. খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান?
উ. আইসিডিডিআরবি
২. বাংলাপিডিয়া প্রকাশ করে কারা?
উ. এশিয়াটিক সোসাইটি।
৩. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
উ. রাষ্ট্রপতি।
৪. ইসরাইল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৮ সালে।
৫. দুই জার্মানি একত্রিত হয় কোন সালে?
উ. ১৯৯০ সালে।
৬. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে?
উ. সৌদি আরব।
৭. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উ. ১৯৭৮ সালে।
৮. হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?
উ. নিউইয়র্ক।
৯. ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
উ. ২৮টি।
১০. যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
উ. হেপারিন।
১১. মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজমের সংখ্যা কয়টি?
উ. ১ জোড়া।
১২. আকাশ নীল দেখায় কেন?
উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে।
১৩. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
উ. লেন্সের।
১৪. পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী?
উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে।
১৫. হীরক উজ্জ্বল দেখায়, কারণ কী?
উ. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
১৬. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়’-এখানে ‘বাঘে মহিষে’ কোন ধরনের কর্তা?
উ. ব্যতিহার কর্তা।
১৭. ‘দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে’-এখানে ‘দুয়ারে’ কোন কারক?
উ. ঐকদেশিক আধারাধিকরণ।
১৮. কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই?
উ. লোপ চিহ্ন।
১৯. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।
২০. যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কী বলে?
উ. কৃতদার।
২১. ‘গরুর শকট’ শব্দটি কী দোষে দুষ্ট?
উ. গুরুচণ্ডালী।
২২. ‘না, আমি যাব না’-এখানে ‘না’ কোন ধরনের অব্যয়?
উ. অনন্বয়ী অব্যয়।
২৩. ‘সবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উ. সত্যেন্দ্রনাথ দত্ত।
২৪. নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন?
উ. কাণ্ডারী হুঁশিয়ার।
২৫. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক?
উ. গোরা।
২৬. ‘তার প্রেমি কি সুখ হতো সে যদি ভালোবাসিত’-এ গানের রচয়িতা কে?
উ. শ্রীধর কথক।
২৭. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?
উ. আঙুর।
২৮. ‘শম’ শব্দের অর্থ কী?
উ. শাস্তি।
২৯. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কী?
উ. নিতান্ত অলস।
৩০. ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী?
উ. কৃ+য।
৩১. টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে?
উ. বিষ্ণু দে।
৩২. বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উ. বলাকা।
৩৩. বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উ. একবার।
৩৪. বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উ. ১১টি।
৩৫. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উ. প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৩৬. সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা।
৩৭. ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
উ. লক্ষ্মীপুর।
৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাঁধনহারা’র পরিচালক কে?
উ. এ জে মিন্টু।
৩৯. ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে?
উ. ১৯৫০ সালে।
৪০. জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক?
উ. জ্যামাইকা।
৪১. বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়?
উ. অক্টোবর মাসের প্রথম সোমবার।
৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উ. নিকোলাস অটো।
৪৩. পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
উ. প্রশান্ত মহাসাগর।
৪৪. জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
উ. লন্ডন।
৪৫. কিসে ক্লোরোফিল নেই?
উ. ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে।
৪৬. মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন?
উ. যুক্তরাষ্ট্র।
৪৭. মুক্তার ওজনের এককের নাম কী?
উ. গ্রেন।
৪৮. কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উ. ক্যান্সার।
৪৯. কোয়ার্টজ কী?
উ. সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বর্ণহীন কেলাস।
৫০. বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে?
উ. যুক্তরাষ্ট্রে।
১. কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী?
ঊত্তর. ক্লোরোফ্লোরো কার্বন
২. রক্তের লোহিত কণিকার কাজ কী?
ঊত্তর. অক্সিজেন বহন করা
৩. গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী
ঊত্তর. বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড
৪. বিজ্ঞানী জি মার্কোনি কিসের আবিষ্কারক?
ঊত্তর. রেডিও
৫. দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন?
ঊত্তর. পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
৬. মোটরগাড়ির হেডলাইটে কী রূপ দর্পণ ব্যবহার করা হয়?
ঊত্তর. উত্তল
৭. ডাটা সংরক্ষণ এবং স্থানান্তর করা যায় কী দ্বারা?
ঊত্তর. পেন ড্রাইভ
৮. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলা হয়?
ঊত্তর. কেলভিন
৯. কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়?
ঊত্তর. পাথরকুঁচি
১০. কোথায় দিনরাত্রি সমান?
ঊত্তর. নিরক্ষরেখায়
১১. সূর্যরশ্মি কী গতিতে ভ্রমণ করে?
ঊত্তর. সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল
১২. ডায়াস্টোল বলতে কী বোঝায়?
ঊত্তর. হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করানো
১৩. বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
ঊত্তর. বৈজ্ঞানিক আইনস্টাইন
১৪. যা টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়
ঊত্তর. চৌম্বক শক্তি
১৫. যা তেজস্ক্রিয় পদার্থ নয়?
ঊত্তর. লৌহ
১৬. আলট্রাসনোগ্রাফি কী?
ঊত্তর. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
১৭. যে পদার্থটি মৌল নয় আবার যৌগও নয়
ঊত্তর. বায়ু
১৮. দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?
ঊত্তর. রক্তে হেপারিন থাকায়
১৯. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ঊত্তর. ভূ-পৃষ্ঠে
২০. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
ঊত্তর. জনন কোষে
২১. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে যে নদী?
ঊত্তর. নাফ নদী
২২. বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
ঊত্তর. চাকমা
২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
ঊত্তর. ১৭ এপ্রিল ১৯৭১ সালে
২৪. বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
ঊত্তর. জেমস্ রেনেল
২৫. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ঊত্তর. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে
২৬. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ঊত্তর. মইনুল হোসেন
২৭. সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
ঊত্তর. পাগমার্ক
২৮. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি করতেন?
ঊত্তর. নৌবাহিনী
২৯. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
ঊত্তর. ১৯৪৩ সালে
৩০. তিনবিঘা করিডোরের আয়তন কত?
ঊত্তর. ১৭৮ মিটার x ৮৫ মিটার
৩১. বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
ঊত্তর. ১৯১১ সালে
৩২. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি-
ঊত্তর. সাংবিধানিক সংস্থা
৩৩. বাংলাদেশের বৃহত্তম স'লবন্দর কোনটি?
ঊত্তর. বেনাপোল
৩৪. বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়?
ঊত্তর. চট্টগ্রাম
৩৫. সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম নারী বিচারপতির নাম কী?
ঊত্তর. নাজমুন আরা সুলতানা
৩৬. ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
ঊত্তর. কলকাতা, ভারত
৩৭. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস?
ঊত্তর. যুক্তরাষ্ট্র
৩৮. জাতিসংঘ মোট কতটি অঙ্গসংগঠন নিয়ে গঠিত?
ঊত্তর. ৬টি
৩৯. ক্রিকেটের নিয়মাবলি রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব?
ঊত্তর. মেরিলিবোর্ন ক্লাব
৪০. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
ঊত্তর. কিউবা
৪১. এপি কোন দেশের সংবাদ সংস্থা?
ঊত্তর. যুক্তরাষ্ট্র
৪২. দালাইলামা কোন দেশের নাগরিক?
ঊত্তর. তিব্বত
৪৩. ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোথায় অবস্থিত?
ঊত্তর. জাপানে
৪৪. ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ কে?
ঊত্তর. ফ্লোরেন্স নাইটিংগেল
৪৫. পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?
ঊত্তর. ফিলিস্তিন
৪৬. ওআইসি গঠিত হয় কোন সালে?
ঊত্তর. ১৯৬৯ সালে
৪৭. এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোথায় অবসি'ত?
ঊত্তর. চেলুসকিনের অন্তরীপ
৪৮. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) অর্জন করার কথা কোন সালে?
ঊত্তর. ২০১৫ সালে
৪৯. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশ কখনোই ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল না?
ঊত্তর. থাইল্যান্ড
৫০. যমুনা সার কারখানা কবে চালু হয়?
ঊত্তর. ২৬ ডিসেম্বর ১৯৯১ সালে।
১. ডায়রিয়া রোগীর সন্তোষজনক Rehydrtion-এর নৈর্ব্যক্তিক প্রথম লক্ষণ কী?
উত্তরঃ প্রস্রাব হওয়া।
২. ORS-এ সোডিয়াম বাই কার্বনেটের পরিমাণ কত?
উত্তরঃ ৩.৫ মিলিগ্রাম
৩. গরুর দুধের তুলনায় বুকের দুধে কার্বোহাইড্রেটের পরিমাণ-
উত্তরঃ অতিমাত্রায় কম
৪. মুখে Iron সেবন করলে তা সম্পূর্ণ শোধিত কিসে?
উত্তরঃ Jegunum-এ
৫. শারীরিক বৃদ্ধি (Growth) এবং উন্নয়নের (Development) ক্ষেত্রে যে কথা প্রযোজ্য?
উত্তরঃ ‘বৃদ্ধি’ এবং ‘উন্নয়ন’ দুটোই প্রায় পাশাপাশি চলতে থাকে।
৬. অধুনা সরকারিভাবে বিতরণকৃত উচ্চক্ষমতাসম্পন্ন Vitamin-A তে যা আছে-
উত্তরঃ ৬ ফোঁটা তৈলাক্ত দ্রবণ (oily solution)
৭. স্বাস্থ্যবান শিশুদের হিমোগ্লোবিনের ন্যূনতম মাত্রা কত?
উত্তরঃ 11mg/dl
৮. একজন গর্ভবতী ও স্তন্যদানকারিনি মাতার জন্য Vit-C-এর দৈনিক বরাদ্দ কত?
উত্তরঃ ৫০ মিলিগ্রাম
৯. মানুষের শরীরে বেশির ভাগ ফসফেট (Phosphate) রয়েছে-
উত্তরঃ হাড়ে
১০. একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শারীরিক লৌহের মোট পরিমাণ প্রায়-
উত্তরঃ ৪ গ্রাম
১১. রাতকানা রোগ বোঝানোর প্রতীক হলো-
উত্তরঃ xN
১২. Lathyrism রোগে অসাড়তা দেখা যায়-
উত্তরঃ প্রত্যঙ্গের পেশিতে
১৩. Vit-D সম্বন্ধে যে কথাটি সত্য নয়-
উত্তরঃ বর্তমানে এই ভিটামিনের অভাব সচরাচর দেখা যায় না।
১৪. জন্মের ৬ ঘণ্টার মধ্যে নবজাতকের জন্ডিস দেখা দিলে তা অধিকাংশ ক্ষেত্রেই-
উত্তরঃ Physiological কারণে হয়
১৫. বাংলাদেশে বর্তমানে মায়ের মৃত্যুর হার প্রায়-
উত্তরঃ ৬০/১০,০০০ জীবিত জন্ম
১৬. যে ওষুধ ব্যবহার করে জরায়ুর সংকোচন বন্ধ করা যায়-
উত্তরঃ Salbutamol
১৭. স্বাভাবিক প্রসবের প্রথম স্তর (First stage of labour)-
উত্তরঃ Oxytocin ব্যবহার করে সংক্ষিপ্ত করা যায়।
১৮. গর্ভবতী মহিলার অতি প্রয়োজনীয় দুটি পরীক্ষা হলো-
উত্তরঃ হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় এবং প্রস্রাবে অ্যালবুমিন এবং শর্করার পরিমাণ নির্ণয়।
১৯. ১ বছর বয়সে স্বাস্থ্যবান শিশুর মধ্য বাহুর পরিধি হবে প্রায়-
উত্তরঃ ১৬ সেন্টিমিটার।
২০. বিলিংস মেথড (Billings method)-
উত্তরঃ প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
২১. IUCD এর অকার্যকারিতা (Failure Rate) হার হলো-
উত্তরঃ ৪/১০০ Woman Years-এর কাছাকাছি
২২. কোনো মহিলার Thromboembolic Disorder-এর পূর্ব ইতিহাস থাকলে তার জন্য-
উত্তরঃ খাবার বড়ি ভবিষ্যতের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
২৩. বন্ধ্যাকরণের সাধারণত যে পদ্ধতি ব্যবহৃত হয় তার নাম হলো-
উত্তরঃ Pomeroy technique
২৪. স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়িতে সাধারণত Oestrogen-এর পরিমাণ থাকে?
উত্তরঃ ৩৫mcg
২৫. IUD-তে তামার তার জড়ানোর কারণ কী?
উত্তরঃ Cytotoxic ক্ষমতার জন্য
২৬. বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ খাবার বড়ি
২৭. মায়া বড়িতে আছে-
উত্তরঃ 0.05 mg mestranol
২৮. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।
২৯. ‘সংশয়’ শব্দের বিপরীত শব্দ হলো-
উত্তরঃ প্রত্যয়।
৩০. Shortly শব্দের ক্রিয়াপদ কী?
উত্তরঃ Shorten.
৩১. Windfale-এর অর্থ কী?
উত্তরঃ অপ্রত্যাশিতভাবে পাওয়া সুফল।
৩২. Aspirin কোন ওষুধটির কার্যকারিতা বৃদ্ধি করে?
উত্তরঃ Probenceid
৩৩. ভাইরাসজনিত ব্যাধি হলো-
উত্তরঃ র্যাবিশ
৩৪. বাংলাদেশে Infant mortality rate কত?
উত্তরঃ ৭৬.৮
৩৫. টাইফয়েড জ্বরের প্রথম সপ্তাহের লক্ষণ হলো-
উত্তরঃ মাথাব্যথা
৩৬. কত ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়?
উত্তরঃ -৪০
৩৭. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন
৩৮. রংধনুর সাতটি রঙের মাঝের রঙ কোনটি?
উত্তরঃ সবুজ
৩৯. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
উত্তরঃ ১০ বছর।
৪০. চোখের সাথে মিল আছে কোনটির?
উত্তরঃ ক্যামেরা।
৪১. বর্ষকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তরঃ বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে।
৪২. চলন্ত রেলগাড়িতে দাঁড়িয়ে হাত দিয়ে একটি বল ঠিক ওপরে ছুড়ে দিলে তার অবস্থা কী হবে?
উত্তরঃ পুনরায় হাতে ফিরে আসবে
৪৩. দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ ল্যাকটোমিটার।
৪৪. উড়োজাহাজ প্রথম উড়ান কে?
উত্তরঃ রাইট ভ্রাতৃদ্বয়।
৪৫. ফারেনহাইট তাপমান যন্ত্রে পানির স্ফুটনাংক কত?
উত্তরঃ ২১২
৪৬. Hypertrophy বলতে কী বোঝায়?
উত্তরঃ কোষের আয়তন বৃদ্ধি হওয়া।
৪৭. প্রাচীন ‘শ্যামদেশ’ কোনটি?
উত্তরঃ থাইল্যান্ড
৪৮. কবি ফেরদৌসীর জন্মস্থান কোথায়?
উত্তরঃ ইরান।
৪৯. ভারতের কোন প্রদেশ নিরক্ষরতামুক্ত বলে ঘোষিত হয়েছে?
উত্তরঃ কেরালা।
৫০. বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তরঃ শ্রীমঙ্গলে।
১. আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায়?
উত্তর ম্যানিলা।
২. ইরাকের পূর্বনাম কী ছিল?
উত্তর মেসোপটেমিয়া।
৩. ‘সুনামি’তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর ইন্দোনেশিয়া।
৪. জ্যামিতিসংক্রান্ত বিষয়ে যে নামটি সমধিক প্রসিদ্ধ?
উত্তর ইউক্লিড।
৫. যেটি সাধারণভাবে মিউজিকের সাথে সংশ্লিষ্ট হয়?
উত্তর সাইরেন।
৬. যে শব্দটি সাধারণত লাভের জন্য ব্যবহৃত হয়
উত্তর ডিভিডেন্ড।
৭. যে সংস্থাটি বাংলাদেশের প্রেক্ষিতে পরিচিত?
উত্তর এনএসআই।
৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কয়টি?
উত্তর ৫টি।
৯. ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় কোন সময়ে?
উত্তর ১৯৬৫ সালে।
১০. আমদানি-রপ্তানি বাণিজ্যে ইন্সুরেন্স কোন প্রক্রিয়ায় ব্যবহার হয়?
উত্তর এফওবি।
১১. সিয়াচেন কী?
উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান।
১২. পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি?
উত্তর ডেড সি (জর্ডান)।
১৩. সাতগম্বুজ মসজিদ কোন সুবেদারের আমলে নির্মিত হয়?
উত্তর শায়েস্তা খান।
১৪. সমুদ্রের গভীরতার সাথে ‘ফ্যাদোমিটার’-এর যে রূপ সম্পর্ক ‘বায়ুমণ্ডলের চাপ’-এর সাথে সেরূপ সম্পর্ক কিসের?
উত্তর ব্যারোমিটার।
১৫. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর মরক্কো।
১৬. ‘বিশ্বনবী’ বইখানির লেখক কে?
উত্তর গোলাম মোস্তফা।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাঙালি সভাপতি কে?
উত্তর হুমায়ুন রশীদ চৌধুরী।
১৮. কোন স্থানে রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ অস্ত্র সীমিতকরণ ‘তারকাযুদ্ধ’ বিষয়ে আলোচনা করেন?
উত্তর রিকজাভিক।
১৯. সেলিবিন দ্বীপ কোন সাগর/মহাসাগরে অবস্থিত?
উত্তর ভারত মহাসাগর।
২০. পৃথিবীতে কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর টোকিও।
২১. কুষ্ঠরোগের উপসর্গ হলো-
উত্তর ত্বকের বিশেষ ধরনের ক্ষতে ব্যথাবোধহীনতা।
২২. লৌহ ঘাটতিজনিত রক্তশূন্যতা বৃদ্ধির কারণ কী?
উত্তর বক্র কৃমির আক্রমণ।
২৩. যেটি জীবাণুঘটিত রোগ নয়?
উত্তর গাউট।
২৪. বাংলাদেশের বিষপানের প্রধান কারণ নয়?
উত্তর নাইট্রিক এসিড।
২৫. যক্ষ্মা চিকিৎসার ওষুধ হলো-
উত্তর Pora-amino salicylic Acid
২৬. যেটি Mumps-এর জটিলতা নয়?
উত্তর আর্থ্রাইটিস।
২৭. বাংলাদেশের common চর্মরোগ হলো-
উত্তর স্ক্যাবিস।
২৮. যা রিউমেটিক ফিভারের রোগ নির্ণয়ে এককভাবে কার্যকরী?
উত্তর ASO
২৯. প্রস্রাব পরীক্ষায় রোগ নির্ণয়ে সহায়ক হলো?
উত্তর ক্রনিক রিনাল ফেইলিওর।
৩০. যা secondary উচ্চরক্তচাপের কারণ নয়?
উত্তর Zoliger Elison syndrome
৩১. যেটি কলেরার উপসর্গ নয়?
উত্তর অধিকাংশ রোগী সামান্য পাতলা পায়খানা করেই সুস্থ হয়ে যায়।
৩২. বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টিনা ব্যবহার চালু হয়?
উত্তর ১৯৯১ সাল থেকে।
৩৩. বাংলাদেশের বড় পেপার মিলের নাম?
উত্তর খুলনা নিউজপ্রিন্ট পেপার মিল।
৩৪. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
উত্তর আলমুতি শরফুদ্দিন।
৩৫. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে?
উত্তর শাহ মোহাম্মদ সগীর।
৩৬. বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সালে?
উত্তর ১৯৯৩ সালে।
৩৭. বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উত্তর ১৩৭ অনুচ্ছেদ।
৩৮. জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল পাস হয় কবে?
উত্তর নভেম্বর, ২০০২ সালে।
৩৯. পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
উত্তর ১৯৯৭ সালে।
৪০. ‘গুরুচণ্ডালী দোষ’ কী?
উত্তর সাধু-চলিত ভাষারীতির মিশ্রণ।
৪১. ‘দুর্দৈব’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তর সৌভাগ্য।
৪২. ‘ব্যাকরণ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর বিশেষভাবে বিশ্লেষণ।
৪৩. পল্লীকবি জসীমউদ্দীনের পল্লী গানসমূহ সংকলিত হয়েছে যে গ্রন্থে?
উত্তর রাখালী গ্রন্থে।
৪৪. ‘শেষের কবিতা’ উপন্যাসটির নায়ক কে?
উত্তর অমিত রায়।
৪৫. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হলো-
উত্তর সবুজপত্র।
৪৬. ‘চণ্ডালিকা’ নাটকের রচয়িতা-
উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৭. নাটকের উৎপত্তি কোথায়?
উত্তর গ্রিসে।
৪৮. ‘কুলায়ে কালস্রোত’ উপন্যাসের রচয়িতা হলেন-
উত্তর শওকত আলী।
৪৯. ‘রুদ্রমঙ্গল’ কার লেখা?
উত্তর কাজী নজরুল ইসলাম।
৫০. বাংলা সাহিত্যিক গদ্যের সূচনা হয় কবে থেকে?
উত্তর উনিশ শতক।
১. কোনটি মালভেসি?
উ. জবা
২. কোনটি লিগিউমিনোসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য?
উ. মূলে নডিউল থাকে
৩. এককোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে বলে-
উ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪. অ্যান্টিবায়োটিক শব্দটি সর্বপ্রথম চালু করেন-
উ. এসএ ওয়াকসম্যান
৫. শ্বসনের বিক্রিয়াগুলো প্রাথমিক পর্যায়ে ঘটে-
উ. সাইটোপ্লাজমে
৬. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
উ. মাইটোকন্ড্রিয়ায়
৭. গাইকোলাইসিসের সময়-
উ. উভয় ক্ষেত্রেই অক্সিজেন অপ্রয়োজনীয়
৮. প্লাজমা মেমব্রেন হলো-
উ. অর্ধভেদ্য
৯. জ্যান্থোফিলের বর্ণ কী?
উ. হলুদ
১০. কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয়?
উ. যক্ষ্মা।
১১. এইডস একটি-
উ. ভাইরাসজনিত রোগ
১২. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
উ. কিডনি
১৩. ম্যালেরিয়ার ওষুধের নাম-
উ. ক্লোক্সাসিলিন
১৪. যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলা হয়?
উ. এইডস
১৫. পাকস্থলীতে কোন প্রকারের ওষুধ তাড়াতাড়ি শোষিত হয়?
উ. তরল
১৬. সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা কত?
উ. ৯৮.৪০ ফারেনহাইট
১৭. কোনটি এইডস রোগের জন্য দায়ী?
উ. এইচআইভি
১৮. মানুষের মস্তিষেকর ওজন কত?
উ. ১.৩৬ কেজি
১৯. অ্যানাটমির জনক কে?
উ. উইলিয়াম হার্ভে
২০. মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়োজন?
উ. ৫ লিটার
২১. মানুষের সপাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উ. ১৮ ইঞ্চি
২২. হার্ট সাউন্ড কত ধরনের?
উ. ৩ ধরনের
২৩. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?
উ. ডায়াস্টোল
২৪. আঘাত লেগে ফুলে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা কী?
উ. ঠাণ্ডা পানি ও বরফ দেয়া
২৫. ডায়াবেটিক চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয়?
উ. ইনসুলিন
২৬. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উ. লুই পাস্তুর
২৭. ডাক্তার নাড়ি দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?
উ. ধমনির সপন্দন
২৮. মাল ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল হলো-
উ. চালান
২৯. পারিবারিক হিসাব-নিকাশ প্রণালী কেমন?
উ. সহজ ও সরল
৩০. সাধারণত পারিবারিক আয়ের ৭% থেকে ১২% ব্যয় করা হয়-
উ. বস্ত্র খাতে
৩১. সব লেনদেনের হিসাব প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
উ. তিনটি
৩২. সঞ্চয়ের প্রবণতা পারিবারিক হিসাব-নিকাশের একটি-
উ. প্রয়োজনীয়তা
৩৩. কোন ক্ষেত্রে সম্পত্তি অর্জিত হয়?
উ. মূলধনজাতীয় ব্যয়
৩৪. ইজারা সম্পত্তি অবলোপন-
উ. মুনাফাজাতীয় ব্যয়
৩৫. মূলধনজাতীয় লেনদেনের উদাহরণ হলো-
উ. যন্ত্রপাতি কেনা
৩৬. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ হলো-
উ. প্রতিষ্ঠান গঠনের প্রাথমিক ব্যয়
৩৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয়-
উ. দুটি হিসাব খাত দ্বারা
৩৮. দুতরফা দাখিল পদ্ধতির সুবিধা কী?
উ. এর মাধ্যমে লাভ-লোকসান জানা যায়
৩৯. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবকে কী বলা হয়?
উ. ডেটর
৪০. হিসাবচক্রের ধাপগুলো হলো-
উ. জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, লাভ-ক্ষতি হিসাব ও উদ্বৃত্তপত্র
৪১. বিশ্বকাপ ক্রিকেট-২০১১ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে স্মারক রৌপ্য মুদ্রাটি ছেড়েছে তার মূল্যমান কত?
উ. ১০ টাকা
৪২. ১০ টাকা মূল্যমানের এ মুদ্রাটি কোন দেশের তৈরি?
উ. জার্মানি
৪৩. লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কী?
উ. নাজিব মিকাতি
৪৪. যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন গুয়ানতানামো বন্দিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে?
উ. আহমেদ ঘাইলান
৪৫. আফগানিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের আসনসংখ্যা কত?
উ. ২৪৯টি
৪৬. জি-৭৭-এর সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ?
উ. ইরান
৪৭. কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নতুন আত্মজীবনীমূলক বইটির নাম কী?
উ. ফাউন্টেনপেন
৪৮. ভলভোর নতুন হেডকোয়ার্টার কোথায়?
উ. চীনের সাংহাইয়ে
৪৯. ৯৯ বছর বয়সী জাপানি লেখক তয়ো শিবাতার রচিত জনপ্রিয় কাব্য সংকলনটির নাম কী?
উ. ডোন্ট লস হার্ট
৫০. রোমানিয়ার রাজধানীর নাম?
উ. বুখারেস্ট
১. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কোন স্থানে অবস্থান করছে?
উ. সপ্তম
২. ‘আলমারি, চাবি’ শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?উ. সপ্তম
উ. পর্তুগিজ
৩. পদ প্রধানত কত প্রকার?
উ. দুই
৪. By Air Mail-এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
উ. বিদেশে চিঠি পাঠাতে
৫. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়?
উ. ভাষার
৬. কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি?
উ. কৃতদার
৭. নিত্য সমাসের সমস্ত পদ হলো
উ. দেশান্তর
৮. রোগ হিসেবে ব্যবহৃত শব্দ হলো
উ. মাথা ধরা
৯. ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ করতে হয় না
উ. উদ্ধৃতি
১০. সাধারণভাবে ‘রচনা’ শব্দটির অর্থ কী?
উ. আলোচনা
১১. Proper Noun-এর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যায়-
উ. টষময়পন ঝয়থয়পঢ়
১২. ‘আটপৌরে’ শব্দটির অর্থ কী?
উ. যা সবসময় পরার উপযোগী
১৩. প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কী?
উ. চর্যাপদ
১৪. নারী জাগরণের কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. বেগম রোকেয়া
১৫. ‘কলির সন্ধ্যা’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
উ. দুঃখের সূচনা
১৬. The rose is a fragrant flower ফলসাপড়-এর সঠিক অনুবাদ হলো-
উ. গোলাপ সুগন্ধি ফুল
১৭. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
উ. বিশেষণ
১৮. ব্যাঞ্জন সন্ধির উদাহরণ হলো
উ. সংবাদ
১৯. বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ হলো
উ. অরণ্যানী
২০. বাক্যের একক হলো
উ. শব্দ
২১. যেথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে?
উ. লেটোর দলে
২২. কোনো পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
উ. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
২৩. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
উ. আধুনিক যুগের
২৪. ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উ. বাগেরহাট
২৫. বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ান কোন দেশ?
উ. সেপন
২৬. আমেরিকার রাজধানীর নাম কী?
উ. ওয়াশিংটন
২৭. বাংলাদেশের জাতীয় কবি কে?
উ. কাজী নজরুল ইসলাম
২৮. বাংলাদেশের প্রথম গ্যাস পাওয়া যায় কোথায়?
উ. হরিপুর
২৯. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
উ. জাপান
৩০. বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি?
উ. ৪টি
৩১. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোরন করা হয়-
উ. ১৯৭১ সালের ২ মার্চ
৩২. বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত
উ. মৌলভীবাজার
৩৩. আন্তর্জাতিক নারী দিবস হলো
উ. ৮ মার্চ
৩৪. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
উ. ১৯৮৪ সালে
৩৫. ‘সপ্তর্ষিমণ্ডল’ আকাশে কিসের মতো দেখায়?
উ. জিজ্ঞাসা চিহ্নের মতো
৩৬. মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উ. সপুটনিক-১
৩৭. দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উ. ল্যাক্টোমিটার।
৩৮. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়
৩৯. যে সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে-
উ. ইউনেস্কো
৪০. কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়?
উ. চা
৪১. ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে?
উ. পেরিস্কোপ
৪২. ডিনামাইট কে আবিষকার করেন?
উ. আলফ্রেড নোবেল
৪৩. পারমাণবিক বোমার আবিষকারক কে?
উ. ওপেনহাইমার
৪৪. পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘোরে?
উ. ঘণ্টায় ৬৭,০০০ মাইল বেগে
৪৫. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখা বাংলাদেশের ওপর দিয়ে গেছে?
উ. কর্কটক্রান্তি রেখা
৪৬. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
উ. ইউরিয়া
৪৭. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কীভাবে?
উ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
৪৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-
উ. গ্রাফাইট
৪৯. ভিটামিন ‘ই’-এর কাজ কী?
উ. প্রজননে সহায়তা করা
৫০. বহুরূপী মৌল কোনটি?
উ. কার্বন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন