সালাম নিন। ভাল আসেন ত সবাই? আশা করছি ভাল আছেন।। আজকের টিউন তাদের ই
কাজে লাগবে যাদের ওয়েব ডিজাইন করতে html, css, js, php সম্পর্কে ভাল ধারনা
নেই।। কিছু সফটওয়্যার দিব যা দিয়ে খুব সহজেই ওয়েব ডিজাইন করা সম্ভব।। তবে
কোডিং জানা থাকলে আরও ভাল ভাবে কাজ করতে পারবেন।
তবে চলেন কাজে নেমে পড়ি।।
প্রথমেই আসব visual site designer 7.0 তে।।
নিচের ছবি গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন।।
সফটওয়্যার টি তে অনেকগুলা থিম দেয়া আছে সেগুলো ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন।।
বাটন এর ডিজাইন করার জন্যও অপশন আছে।। সেগুলো ব্যাবহার করতে পারেন।।
এছারাও html ব্যাবহারের বেবস্তা ও করা আছে সফটওয়্যার টি তে।। তাই সবাই ই ইচ্ছা করলে দিজাইনের কাজ ভাল ভাবেই করতে পারবে।।
এই সফট টি ব্যাবহার করে খুব সহজেই মেনু বানাতে পারবেন।। মেনু বানানোর সকল নাড়ি নক্ষত্রই পাবেন এখানে। একবার চেষ্টা করে দেখুন পারেন কি না।।
নিচের ছবিগুলতে দেখেন কি ভাবে কাজ করে।। একটু চেষ্টা করলেই কাজ করতে পারবেন।।
তাই ফর্ম বানানোর জন্য জটিল একটা সফট ও দিয়ে দিলাম।। মাত্র কয়েক ক্লিক এই ওয়েব ফর্ম বানাতে পারবেন আর তা কমেন্ট পেজ এ সেট করে ফেলেন ।। কিভাবে সেট করবেন তা নিয়ে পরে একদিন বুঝিয়ে বলবো।। এখন ডাউনলোড ত করে রাখেন কাজ একেই শিখে যাবেন।।
তবে চলেন কাজে নেমে পড়ি।।
প্রথমেই আসব visual site designer 7.0 তে।।
Visual Site Designer 7.0
এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই ওয়েব পেজ বানাতে পারবেন এবং সেগুলা আপনার সাইট এ আপ লোড করে দিতে পারবেন।।নিচের ছবি গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন।।
সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন>>>
Flash Menu Builder 3.5
ওয়েব সাইট বানাতে হলে ত শুধু পেজ বানালে হবে না মেনু ও বানাতে হবে।। সেজনও বেবস্তা আছে চিন্তা নেই।।এই সফট টি ব্যাবহার করে খুব সহজেই মেনু বানাতে পারবেন।। মেনু বানানোর সকল নাড়ি নক্ষত্রই পাবেন এখানে। একবার চেষ্টা করে দেখুন পারেন কি না।।
সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন>>>
Free Web Image Studio 1.1
এবার আসব ইমেজ এ।। কাজ টা যদিও গ্রাফিক্স এর তবুও ত ওয়েব ডিজাইন করতে কাজে লাগে টুকটাক গ্রাফিক্স এর কাজ।। তাই এই সফটওয়্যার টা ও দিলাম।। বাটন বানান, লোগো বানান সহ প্রায় ইমেজেই সব কাজ ই করা যায়।। তাই এটাও ভাণ্ডারে রাখেন।।নিচের ছবিগুলতে দেখেন কি ভাবে কাজ করে।। একটু চেষ্টা করলেই কাজ করতে পারবেন।।
লেখা ডিজাইন করার কাজেও ব্যাবহার করা যাবে।।
সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন>>>
Web Form Builder Lite for OS X
এবার একটি গুরুত্বপূর্ণ কাজে আসি।। ওয়েব বানালেন কিন্তু তাতে কমেন্ট বক্স থাকবে না তা কি হয়????তাই ফর্ম বানানোর জন্য জটিল একটা সফট ও দিয়ে দিলাম।। মাত্র কয়েক ক্লিক এই ওয়েব ফর্ম বানাতে পারবেন আর তা কমেন্ট পেজ এ সেট করে ফেলেন ।। কিভাবে সেট করবেন তা নিয়ে পরে একদিন বুঝিয়ে বলবো।। এখন ডাউনলোড ত করে রাখেন কাজ একেই শিখে যাবেন।।
ফর্ম এর লেখা ইচ্ছা মত সাজাতে পারবেন।। ফন্ট ও ব্যাবহার করতে পারবেন। বক্স এর মধ্যে হিদেন ভাবে লিখে রাখা যায়।।
সব মিলিয়ে সুন্দর একটা সফটওয়্যার>>
কমেন্ট বক্স এ ইমেইল সেট করতে পারবেন অতি সহজেই।।
এখানে অনেকগুল বক্স বানান আছে তার থেকে বিনা কষ্টে বানাতে পারবেন ও সেগুলো ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন।।
ইমাইল এর ও সুন্দর ভাবে ব্যাবহার করতে পারবেন।। সেট করতে পারবেন ইচ্ছা মত কোন কোড না যেনেই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন