wapdoller4

online radio

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

উইন্ডোজে চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখুন

উইন্ডোজে চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখুন

ওয়াচক্যাট ২.০ ফ্রি সফটওয়্যারের সাহায্যে সহজেই যে কোন চলন্ত প্রোগ্রাম লুকিয়ে রাখা যাবে। সফটওয়্যারটি চালু করলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সকল প্রোগ্রাম দেখা যাবে। এবার যেটির উপরে ক্লিক করবেন সেই উইন্ডো লুকাবে।কিন্তু উক্ত প্রোগ্রামের কাজ স্বাবাবিক ভাবে পটভুমিতে চলবে। আবার ফিরিয়ে আনতে হলে আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে নিচের দিক থেকে উক্ত প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। ১৪৭ কিলোবাইটের পোর্টেবল সফটওয়্যারটি উইন্ডোজের সকল ভার্সনে চলবে। সফটওয়্যারটি
http://www.aplusfreeware.com/categories/LFWV/WatchCat.html
সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন