wapdoller4

online radio

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২টি সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো,মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো? আজ আমি এই রকম ই দুটি সফটওয়্যার দেব যার দ্বারা আপনারা আপনাদের ফোল্ডার বিভিন্ন রঙ এ তো রাঙ্গাতে পারবেই সাথে বিভিন্ন সংখার আইকন এবং আরও আনেক কিছু । এর আগেও অনেকে অনেক এই রকম সফটওয়্যার দিয়েছে কিন্তু আমি অন্তত এইওটুকু বলতে পারি এগুলার মত আর একটাও নয় ।
নিচে স্ক্রীনশুট
marker
দুটাই ভাল এবং আলাদা আলাদা আইকন আছে।

ফোল্ডার মার্কার ১ 

size : 7.1 mb

ফোল্ডার মার্কার ২ 

size : 7.1 mb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন