আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো,মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো? আজ আমি এই রকম ই দুটি সফটওয়্যার দেব যার দ্বারা আপনারা আপনাদের ফোল্ডার বিভিন্ন রঙ এ তো রাঙ্গাতে পারবেই সাথে বিভিন্ন সংখার আইকন এবং আরও আনেক কিছু । এর আগেও অনেকে অনেক এই রকম সফটওয়্যার দিয়েছে কিন্তু আমি অন্তত এইওটুকু বলতে পারি এগুলার মত আর একটাও নয় ।
নিচে স্ক্রীনশুট
দুটাই ভাল এবং আলাদা আলাদা আইকন আছে।
ফোল্ডার মার্কার ১
size : 7.1 mb
ফোল্ডার মার্কার ২
size : 7.1 mb
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন