wapdoller4

online radio

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

গুগলের যাবতীয় সার্চ হিস্ট্রি ডিলিট করতে যা করতে হবে

গুগলের যাবতীয় সার্চ হিস্ট্রি ডিলিট করতে যা করতে হবে

আপনার যাবতীয় সার্চ হিস্ট্রি
দেখতে পারবেন এবং তা ডিলিট করতেও
পারবেন। গুগলকে সার্চ হিস্ট্রি দেখার
অনুরোধ জানানো হলে তারা ইমেইলের
মাধ্যমে গোটা ইতিহাস পাঠিয়ে দেয়।
অনেকেই এ সুযোগটি নিয়েছেন এবং
হতবাক হয়ে গেছেন। গত এক যুগ ধরে
গুগলে যা যা খুঁজেছেন তার পুরোটাই চলে
এসেছে। বহু মানুষ এমন অনেক সার্চ
হিস্ট্রি দেখে পুরো অবাক যে, এটা আমি
কেন খুঁজেছিলাম? পর্ন সিনেমার সার্চ
থেকে শুরু করে নানা সার্চের বিষয় দেখে
অবাক হয়ে যাবেন। বিগত ১২ বছর ধরে
সার্চ হিস্ট্রি দেখে আপনার মানসিকতা
সম্পর্কে একটা ধারণা করেছে গুগল।
এসব হাজারো সার্চের মাধ্যমে মানুষের
মনের আলোকিত এবং অন্ধকার অংশটি
প্রকাশ পেয়েছে। তবে আনন্দের বিষয়
হলো, আপনি এই হিস্ট্রি ডাউনলোড করে ডিলিট করতে পারবেন।
কাজটি যেভাবে করবেন-
১. গুগলে সার্চ দিন “How to delete
Google searches”
২. ফলাফলের বক্সে গিয়ে ‘গো টু সার্চ
হিস্ট্রি’-তে ক্লিক করুন।
৩. এরপর আপনার গুগল অ্যাকাউন্টে লগ
ইন করুন।
৪. এবার সার্চ হিস্ট্রি পেজে ‘রিমুভ
আইটেম’ বক্স সিলেক্ট করুন। এতে সকল
সার্চ সিলেক্ট হয়ে যাবে।
৫. এবার রিমুভ আইটেম ক্লিক করুন।
৬. যদি বিশেষ কোনো সার্চ মুছে ফেলতে
চান, তাও করতে পারেন।
তবে মনে রাখবেন, গুগল অ্যাকাউন্টে লগ
ইন না করলে হিস্ট্রি ডিলিট হবে না।
আবার সার্চের সময় যদি গুগল অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় না থাকেন, তাহলেও এসব
সার্চ গুগলের হিস্ট্রিতে থাকবে। কিন্তু
আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে
না। এ ক্ষেত্রে আপনার কম্পিউটারের
আইপি অ্যাড্রেস ট্র্যাক করবে গুগল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন