wapdoller4

online radio

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

ফেসবুক এর ই-মেইলে ইনবক্স ভরে যাচ্ছে? জেনে নিন আপনার ই-মেইল ইনবক্সে ফেসবুক থেকে আসা ইমেইল ঠেকানোর উপায়।

ফেসবুক এর ই-মেইলে ইনবক্স ভরে যাচ্ছে? জেনে নিন আপনার ই-মেইল ইনবক্সে ফেসবুক থেকে আসা ইমেইল ঠেকানোর উপায়।

আসসালামু  আলাকুম। কেমন আছেন  সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই বিষয়টি অনেকেই জানেন আবার অনেকের কাছে অজানা। আমার এই পোস্টটি তাদের জন্য যারা এ বিষয়ে একেবারে নতুন। তাহলে  আসুন দেখে নিই, কীভাবে ব্লক করবেন ফেসবুক থেকে আগত ইমেইল।









এর দুটি উপায় আছে। যথাঃ

১। ফেসবুক থেকেঃ

এই উপায়ে আপনাকে ফেসবুকের কিছু সেটিংস পরিবর্তন করার মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মেইলগুলোই [আপনার Account, Security & Privacy সম্পর্কিত] মেইল ইনবক্সে আসবে, এটা নির্ধারণ করে দিতে হবে। এতে আপনার ইনবক্সে অনেকটাই চাপ কমবে।
এটি করতে প্রথমে ফেসবুকে লগইন করে এই লিংকে ক্লিক করুন। এরপরে যে পেইজ আসবে, সেটা দেখতে এরকমঃ

এবার উপরের চিত্রে প্রথম অপশনটির বদলে শেষ অপশনটি মার্ক করে দিন। মার্ক করার পরে চিত্রটি এরকম হবেঃ

এবার একটি নতুন উইন্ডো আসবে। সেটা দেখতে ঠিক এরকমঃ

এতে Turn Off বাটন এ ক্লিক করুন। ব্যস আপনার কাজ শেষ!

২। ইমেইল থেকেঃ

এটি বিভিন্ন ইমেইল সেবায় বিভিন্ন হবে। যেমনঃ জিমেইল, ইয়াহু মেইল ইত্যাদি। তাই, কোন চিত্র দিচ্ছি না। এখানে মূলকথা হল Filtering. আপনাকে নতুন একটা ফিল্টার তৈরি করতে হবে।
আর সেখানে আগত এর ঘরে http://www.facebook.com বসিয়ে দিলেই আপনার ফেসবুক থেকে আগত সকল মেইল সেই নির্দিষ্ট ফিল্টারে একত্রিত হবে। আপনি ইচ্ছা করলে সেগুলো অটো ডিলিট করতে পারেন, অথবা ইনবক্স বাদে অন্য কোন ফোল্ডারে স্থানান্তরিত করতে পারেন।
তবে ১ নং পদ্ধতিটাই ভালো। কারণ, এটায় ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ ইমেইল আপনার ইনবক্সে আসবে, যা ২ নং এ আসবে না।
কোন সমস্যা হলে জানাবেন। ভালো থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন